বিএনপি ও জামায়াত সংঘর্ষ
বিএনপি ও জামায়াত সংঘর্ষ হোক এটা এদেশের মানুষ কখনই চাই না। কারা চাই সবাই জানে।আওয়ামীলীগ এবং ভারত চাই।যেটা তারা ইসু করবে তা হলো আওয়ামীলীগ এর ভোটারদের নিয়ে টানাটানি।। দুঃখের বিষয় সেটা শুরু হয়ে গেছে। ক্ষমতার রুটি ।হায়রে ক্ষমতা ??
২০০০ জীবন,রক্ত,৩০,০০০ অঙ্গ(হাত,পা,সব দিয়ে) এদেশের মানুষ ৫ তারিখে জানিয়ে দিয়েছে আওয়ামীলীগ নামক গুন্ডা দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কি?বেগম জিয়ার রাজনৈতিক stand এদেশের মানুষের কাছে স্পষ্ট ।তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন নাই।মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে।বেগম জিয়া চাই না আওয়ামীলীগ এদেশে এর রাজনীতিতে ফিরে আসুক।কিন্তু BNP স্থায়ী কমিটির সবাই চায় ব্যালট পেপারের মাধ্যমে আওয়ামীলীগ নামুক খুনি দলকে রাজনীতি থেকে out করতে ।। Gen Z কে এতো বোকা ভাবেন আপনারা ?? ওরা রক্ত দিয়ে প্রমান করেছে আর আপনারা চান ব্যালট দিয়ে প্রমান করতে।। রক্ত দিয়ে ইতিহাস লেখা হয় যেটা Gen Z এবং এদেশের মানুষ করে দেখিয়েছে। ব্যালট দিয়ে পৃথিবীর কোন ইতিহাস লেখা হয়েছে দয়া করে জানাবেন।
এবার আসি জামাত প্রসঙ্গে, জামতের আমির দয়া করে কি জানাবেন , ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট বাব বার কেন বলা যাবে না ??? হিটলারের নাস্যি বাহিনিকে যদি ওই সময় ব্যান্ড না করা হত তবে বর্তমান এই পৃথিবীর অস্তিত্ব থাকতনা । আশা করি আপনারা বক্তব্যের ব্যপারে সচেতন হবেন।
পরিশেষে জামাত, BNP, ছাত্র জনতা সবাই মিলে এক সাথে দেশ গঠন করবেন এটাই আমাদের প্রত্যাশা।
মেহেদী হাসান
লেখক ও শিক্ষক