স্বর্ণা দাশ হত্যার বিচার চাই
আমার সোনার মেয়েকে নির্মম ভাবে হত্যা করবে, আর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বর্ণা দাশ হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি দিয়েছে। আর আমাদের নির্লজ্জ প্রথম আলোর হেড লাইন হলঃ
“স্বর্ণা দাশ হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি”।
আর এক ১৭ বছরের প্রমানিত বেহায়া The Daily Star এর হেড লাইনঃবিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় ঢাকার তীব্র প্রতিবাদ।গুষ্টি কিলাই তোদের প্রদিবাদের ভাষার। বিচার দাবি না করে প্রতিবাদ।রাজপথ থেকে এসে এই শব্দটা শুনলে গেন্না লাগে।অন্তত সীমান্ত হত্যার পর তো প্রতীবাদ এই শব্দ নয় বলতে এবং আদায় করতে শিখুন বিচার চাই। ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটলেও ২ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়।BSF ১০০% লাশ গুম করত যদি স্বর্ণার মা এই ঘটনার সাক্ষী না হতো।
বাংলার সোনার মেয়ের পরিচয়ঃ
নামঃ স্বর্ণা দাসগ্রামঃ কুলাউড়া সীমান্তেউপজেলাঃ জুড়ী জেলাঃ মৌলভীবাজারস্কুলের নামঃবয়সঃ১৩ বছর Class:7