About :শিক্ষকতার গল্প আর দশটা মানুষের মতো সাদামাটা। শিক্ষক হতে চাই ম্যাডাম। ৯ম শ্রেণীতে থাকতে আমাদের কেমিস্ট্রির নারগিস ম্যাডাম(ঢাকা বিশবিদ্যালয়) আমাদের সবাইকে বলেছিলেন কে কি হতে চাই?সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলেও আমি হতে চেয়েছিলাম শিক্ষক।জীবনের প্রথম শিক্ষকতা শুরু করি মাইলস্টোন কলেজে।সেই সময়র নিয়োগে আমি এবং মামুন স্যার এখন যিনি বাংলাদেশের আই সি টির অন্যতম বিখ্যাত শিক্ষক। এখন আছেন ভিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজে। ডিপার্টমেন্টে আমরা ৪২ (সম্ভবত) জন শিক্ষক।আমরা ২ জন সবার ছোট এবং নবীন।আমার পড়াশুনা শেষ হয় ২০১৪ মাঝামাঝি সময়। যে মাসে শেষ করেছি ঠিক তার পরের মাসেই চাকরি পেয়ে যাই আলহামদুলিল্লাহ।কর্মজীবন শুরু করি এক সফটওয়্যার ফার্মে। নাম Aptech ।ওরা ট্রেনিং কার্জক্রম ও পরিচালনা করত।আমি ছোটবেলা থেকে যেহেতু পড়াশুনাই ভালো ছিলাম তাই কেন জানি সফটওয়্যার ডেভেলপমেন্ট এর চেয়ে শিক্ষকতায় মজা পেতাম ভীষণ রকম। আমার অফিস(Aptech ) ছিল উত্তরা ৪ নং ছেক্টরে।প্রথম মাস আমি আমার ছোটবেলার বন্ধু বিদ্যুতর বাসা গাজীপুর থেকে যাতায়াত করতাম।পরের মাসে উত্তরা ৪ নং ছেক্টরে মসজিদ এর পাশে এক মেশে মাসিক ৫০০০ টাকাই উঠি। এত সুন্দর মসজিদ, মসজিদ সাথে পারক,প্রতিটা রাস্তায় ফুটভের বিশাল বর।আমি কখনও আমেরিকা যাই নাই।শুধু গল্প শুনেছি । এরকম পরিবেশ,রাস্তা, পার্ক ,শপিং মল কত কী??

ঠিক এক বছর ৪/৫ মাস পরে আমার মাইলস্টোন কলেজে চাকরিটা পেয়েছিলাম। ঠিক ওই মাসেই আমার আমেরিকার (অফিস বাংলাদেশে)একটা বিখ্যাত কম্পানি কোর ইনফরমেট্রিকে চাকরি হ্যেছিলো।আমার বউ(বারেয়া) আমাকে অনেক বলেছিলো আমেরিকার সেই সফটওয়্যার ফার্ম চাকরি করতে।আমি আমার ভালোলাগার ২ টাকা বেতনের চাকরিটাই বেছে নিলাম। জীবনের পরিক্রমাই অনেক কলেজে চাকরি করেছি।লিস্টা বেশ লম্বাঃ

১। মাইলস্টোন কলেজে, উত্তরা, ঢাকা

২। আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, রানাভলা সেক্টর ১০,উত্তরা ,ঢাকা।

৩। ভাসানটেক সরকারি কলেজ, মিরপুর ১৪, ঢাকা

৪। সরকারি সংগীত কলেজ, আগারগা, ঢাকা

৫। ভাসানটেক কলেজ, মিরপুর ১৪, ঢাকা

৬। সিরাজগঞ্জ সরকারি কলেজ

শৈশব এবং গ্রাম

এক সাথে ৩ দশক পথ চলা।তোদের মতো বদমাশদের জন্য পেয়েছি সুন্দর শৈশব,কৈশর এবং যৌবন।ছোট একটা কথার ভুল হলে ওরে বাবা আর রক্ষা নাই।সবাই মিলে তারে ধরবে।সবচেয়ে মজার কেমিস্ট্রি ছিল বিদ্যুৎ এবং রাব্বানীর মধ্যে।সাপে-নেউলে সম্পর্ক।আমরা বুডো হচ্ছি আর দিনগুলোকে আকডে ধরে বাঁচতে চাচ্ছি নতুন করে।জীবনের ব্যস্ততায় যেন শেষ দিনগুলো হারিয়ে না যায ?? Miss all idiots. প্রিয় ছাত্র ছাত্রী আজোপাডা গ্রামে বেডে উঠা আমাদের লেদা কেদা মনে কর না।আলহাদুলিল্লাহ আমরা সবাই গ্রাজুয়েট। Biddut have changed in BUET (position 1024)।ও বুয়েটে কত তম হয়েছিলো মেনে আছে কি না আমি জানি না কিন্তু আমার মনে আছে ??আমাদের শৈশবকে এভাই মনে রাখি।