HSC ICT Model Test with Answer (অধ্যায় ৪র্থ)
HSC ICT Model Test CQ and MCQ সুন্দর ও গোছানো ধারাবাহিক ভাবে পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত পাবে ইনশাআল্লাহ্।
Model Test 1 (প্রথম লেকচার)ঃ (Full Mark: 20, Time: 30 min)
১। ওয়েবপেজ ও ওয়েবসাইট কি? DB 2019
২। Web Portal কি? BB 2019, All B 2018
৩। ফাইল এক্সটেনশন কি? ১০টি ফাইল এক্সটেনশন এর নাম লেখ।
৪। এইচ টি এম এল রান করা যায় এইরকম তিনটি সফটওয়্যার এর নাম লেখ। সার্চ ইঞ্জিন কী? Ctg 2019
৫। এইচ টি এম এল এর বেসিক স্ট্রাকচার লেখ।
৬। (a) ট্যাগ কি? (b)পাঁচটি টেক্সট ফরম্যাটিং Tag,লেখ। CTg 2019,
(c) ৫টি ইনপুট ট্যাগ লেখ।
(d) img,hyperlink,list,sup,sub ট্যাগ লেখ। Dinajpur B 2019, Syl B 2019
(e) font and table tag এর attribute লেখ।
৭। html এর ১০টি বৈশিষ্ট লেখ। All Board 2018
৮। html and programming Syntex গুলো লেখ । DB 2017
৯। আই পি অ্যাড্রেস কী? বর্ণনা কর। আইপি অ্যাড্রেস এর চেয়ে ডোমেইন নেম লেখা Ctg B 2019
বেশী সুবিধাজনক কেন? http://www.google.com/picture/a.jpg ব্যাকা করো।
১০। (a)ডোমাইন, হোস্টিং কী? (b) What is hosting publication ? RB 2019, Dinajpur B 2019, BB 2019
১১। http, www, FTP, SMTP কী? DB 2019, RB 2019
১২।
১৩।
১৪।
১৫।
Model Test 1 এর উত্তরঃ
১। ওয়েবপেজ ও ওয়েবসাইট কি? DB 2019
উত্তরঃ একটি সিঙ্গেল পেজ কে ওয়েবপেজ বলে।উদাহরনঃ index.html ।
কতগুলো সিঙ্গেল পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরী হয়।উদাহরনঃ facebook.com, google.com
২। Web Portal কি? BB 2019, All B 2018
উত্তরঃ কতগুলো website মিলে একটি Web Portal তৈরী হয়।উদাহরনঃ bangladesh.gov.bd
৩। ফাইল এক্সটেনশন কি? ১০টি ফাইল এক্সটেনশন এর নাম লেখ।
উত্তরঃ ফাইল এক্সটেনশনঃ একটি ফাইল এর শেষে যে শব্দ বা শব্দাংশ থাকে তাকে বলে।
১০টি ফাইল এক্সটেনশন এর নামঃ
.doc=MS word, .ppt= MS power Point, .xlsx= MS excell, .acdb= Database
Image file=.jpg, .jpeg, .png, gif
HTML file= .html/ .hml
CSS file= .cs, Java Script file= .js
৪। এইচ টি এম এল রান করা যায় এইরকম তিনটি সফটওয়্যার এর নাম লেখ। সার্চ ইঞ্জিন কী? Ctg 2019
উত্তরঃ google chrome, mozila , html editor
৫। এইচ টি এম এল এর বেসিক স্ট্রাকচার লেখ।
উত্তরঃ
<html>
<head> <title> Baisc Structure </title> </head>
<body>
<h1> This is my first page </h1>
</body>
</html>
৬।
(a) ট্যাগ কি? (b)পাঁচটি টেক্সট ফরম্যাটিং Tag,লেখ। CTg 2019,
(c) ৫টি ইনপুট ট্যাগ লেখ।
(d) img,hyperlink,list,sup,sub ট্যাগ লেখ। Dinajpur B 2019, Syl B 2019
(e) font and table tag এর attribute লেখ।