সৃজনশীল প্রশ্ন

আইসিটি নৈতিকতা (ICT Ethics) বলতে বোঝানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার সময় যে আদর্শ, নীতি এবং আচরণ মেনে চলা উচিত, তা। এই নৈতিকতা ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। HSC ICT বইয়ে উল্লেখিত আইসিটি নৈতিকতার মূল বিষয়গুলো হলো:

১. সততা বজায় রাখা
  • সফটওয়্যার বা ডিজিটাল সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে পাইরেসি এড়ানো।
  • তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং মিথ্যা তথ্য প্রচার না করা।
  • কারও কাজ নিজের বলে দাবি না করা (প্লেজিয়ারিজম এড়ানো)।
২. ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা
  • কারও ব্যক্তিগত তথ্য তার অনুমতি ছাড়া ব্যবহার না করা।
  • গোপন পাসওয়ার্ড বা তথ্য প্রকাশ না করা।
  • হ্যাকিং বা তথ্য চুরির মতো অনৈতিক কাজ না করা।
৩. সাইবার অপরাধ এড়ানো
  • ফিশিং, স্প্যামিং, সাইবার বুলিং, এবং সাইবার হয়রানি থেকে বিরত থাকা।
  • অন্যের কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অবৈধ প্রবেশ না করা।
৪. সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ
  • সমাজে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার না করা।
  • প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অন্যের ক্ষতি না করা।
৫. বুদ্ধিবৃত্তিক সম্পদের সম্মান করা
  • কপিরাইট আইন মেনে চলা।
  • সফটওয়্যার বা ডিজিটাল সামগ্রী বিনা অনুমতিতে কপি বা বিতরণ না করা।
৬. আইসিটি ব্যবহারে নৈতিক মূল্যবোধ বজায় রাখা
  • প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের ক্ষতি না করা।
  • দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং অন্যকে সাহায্য করা।

উপসংহার:
আইসিটি নৈতিকতার মূল লক্ষ্য হলো প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং এর মাধ্যমে ব্যক্তি, সমাজ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করা।

১. সুমনের বড় ভাই যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুমনের কাছ থেকে জরুরিভাবে কিছু ডকুমেন্টের চাহিদা দিলে সুমন এটাচ করে ইলেক্ট্রনিক মেইল পদ্ধতি ব্যবহার করে দ্রæত পাঠিয়ে দেয়। সুমন যে বিশ্ববিদ্যালয়ের জন্য এপ্লাই করেছে ব্রাউজ করে সে বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনেছে।
ক. অডিও কনফারেন্সিং কী? ১
খ. কথা বলার পাশাপাশি ছবিও দেখা যায় বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে সুমন যে প্রযুক্তিটি ব্যবহার করে দ্রæত তথ্য প্রেরণ করে সুবিধা পেয়েছে কীভাবে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে দ্রæত যে কোনো তথ্য পাওয়ার সুবিধা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর। ৪


২. আমার বন্ধু ডা: এনাম ট্রেনিং-এ ফ্রান্সে গেছে। ভাইবারে সে বলল, ফ্রান্সের সব কাজে ডিজিটাল সিস্টেম ব্যবহৃত হয়। সেখানে ট্রেনিং সেন্টারে প্রবেশ করতে লাগে সুপারভাইজারের আঙ্গুলের ছাপ এবং অপারেশন থিয়েটারে প্রবেশ করতে লাগে চোখ। আমি বললাম “বেশ মজাই তো” সে আরও বলল “গতকাল স্থানীয় বিনোদন পার্কে গিয়ে মাথার হেলমেট ও চোখে বিশেষ চশমা দিয়ে চাঁদে ভ্রমণের অনুভূতি অনুভব করেছি”। [সি. বো. ২০১৬]
ক. ক্রায়োসার্জারি কী? ১
খ. “স্বল্প দূরত্বের ডেটা আদান-প্রদান মাধ্যম” ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে চাঁদে ভ্রমণের প্রযুক্তিটি বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে ট্রেনিং সেন্টার ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি আমাদের দেশে বহুলব্যবহৃত বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪


৩. মি. “ণ” তার বাবার ল্যাবরেটরিতে প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে দেখলো প্রথম কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি সংক্রান্ত গবেষণা এবং দ্বিতীয় কক্ষে রিকম্বিনেন্ট ডিএনএ (উঘঅ) তৈরি সংক্রান্ত গবেষণা করা হয়। [রা. বো. ২০১৭]
ক. ন্যানোটেকনোলজি কী? ১
খ. তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক বুঝিয়ে লেখ। ২
গ. ল্যাবরেটরির দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা কর। ৩
ঘ. ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে গবেষণা হয় তাদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর। ৪


৪. আসাদ এখন ঘরে বসেই নিজের প্রয়োজনীয় সকল তথ্য তার ল্যাপটপে পেয়ে যাচ্ছে। এ প্রযুক্তির সহায়তায় সে তার বাবাকে ধানক্ষেতের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে করণীয় সম্পর্কে তথ্য সরবরাহ করে। উক্ত এলাকার চেয়ারম্যান মঞ্জুর এলাহী প্রতিমাসে ঢাকায় থাকা তার কয়েকজন পরিচিত ডাক্তার বন্ধুদের থেকে গ্রামের মানুষের জন্য সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণের ব্যবস্থা করে দেন।
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? ১
খ. ইলেকট্রনিক পদ্ধতিতে পত্র আদান প্রদানের সুবিধা অনেক বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের আসাদ কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণ করেছে? ব্যাখা কর। ৩
ঘ. উদ্দীপকের চেয়ারম্যানের গৃহীত ব্যবস্থা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কতটুকু সহায়ক বিশ্লেষণ কর। ৪


৫. জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে। যেখানে সে প্রথম এক মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালনার প্রশিক্ষণ গ্রহণ করে। এ পরিবেশেই সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর নানা কৌশল রপ্ত করে। জামান তার কাজের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠানেও ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থেই গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজ দোতলা দালানে পরিণত হয়েছে। [ঢা. বোÑ২০১৬]
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী? ১
খ. সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে জামানের প্রবাস জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. জামানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন কর। ৪


৬. নির্বাচন কমিশন ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের মুখমÐলের ছবি, আঙুলের ছাপ এবং সিগনেচার সংগ্রহ করে একটি চমৎকার ডেটাবেজ তৈরি করেছে। ইদানিং বাংলাদেশ পাসপোর্ট অফিস নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে উক্ত ডেটাবেজের সাহায্যে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করেছে। কিছু অসৎ ব্যক্তি নকল পাসপোর্ট তৈরি করার জন্য উক্ত ডেটাবেজ হ্যাক করার চেষ্টা করে এবং পরিশেষে ব্যর্থ হয়। [চ.বো. ২০১৭]
ক. ভিডিও কনফারেন্সিং কী? ১
খ. “বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব” বুঝিয়ে লিখ। ২
গ. নির্বাচন কমিশন ডেটাবেজ তৈরিতে যে প্রযুক্তির সাহায্যে নিয়েছিল তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৩
ঘ. উদ্দীপকের কিছু ব্যক্তির ব্যর্থ চেষ্টার নৈতিকতার দিকগুলো ব্যাখ্যা কর। ৪


৭. আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। হাসান ওঈঞ বিষয়ে পড়াশুনা করে জানতে পারল কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়া এক শৈল্য চিকিৎসা পদ্ধতি। পরবর্তীতে হাসান আইসিটি নির্ভর জীববৈচিত্র্য সৃষ্টির প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করে খুবই আনন্দিত হলো। [কু. বো-২০১৬]
ক. ন্যানোটেকনোলজি কী? ১
খ. ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ২
গ. হাসান এর চিকিৎসা পদ্ধতি শনাক্ত করে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে যে প্রযু্িক্ত হাসানের জ্ঞান লাভে আনন্দ দিল সেই প্রযুক্তি কৃষি সম্পদ উন্নয়নের কি ধরনের ভূমিকা রাখে মতামত দাও। ৪


৮. বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রাবন্দর উদ্বোধন করেন। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিতকরণের কথা বলার প্রেক্ষিতে অইঈ কলেজের পরিচালনা পরিষদ শিক্ষার্থীদের জন্য ফেস-রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে। যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙ্গুলের ছাপ পদ্ধতি চালু আছে। [কু.বো. ২০১৭]
ক. ই-কমার্স কী? ১
খ. ‘শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব’Ñ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে সমুদ্রবন্দর উদ্ধোধনের জন্য ব্যবহৃত প্রযুক্তিটির সুবিধাগুলো কী কী? ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপককে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের ক্ষেত্রে কোনটির প্রাধান্য দেয়া কলেজের জন্য বেশি যুক্তিযুক্ত হবে?Ñ বিশ্লেষণ কর। ৪


৯. ডাঃ হাতেম শল্য চিকিৎসায় প্রশিক্ষণের জন্য চীন গমন করেন। ভর্তি হওয়ার সময় তাঁর একটি আঙ্গুলের ছাপ নেয়া হয় এবং তাঁকে একটি পরিচয়পত্র দেয়া হয়। প্রশিক্ষণকক্ষে ঢুকার পূর্বে তাঁকে প্রতিবার দরজায় রাখা একটি যন্ত্রে ঐ আঙ্গুলের চাপ দিয়েই ভিতরে প্রবেশ করতে হয়। শ্রেণিকক্ষে অন্যান্য প্রশিক্ষণার্থীদের মত তাঁকে হাত, মাথা ও চোখে কিছু বিশেষ যন্ত্র পরানো হয়। তিনি কম্পিউটারের মনিটরে বিভিন্ন দৃশ্যাবলির মাধ্যমে প্রশিক্ষণের প্রাথমিক পর্ব শেষ করেন। [ব. বোÑ২০১৬]
ক. রোবোটিক্স কী? ১
খ. হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাÐ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত দরজায় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ডা: হাতেমের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা মূল্যায়ন কর। ৪


১০. নাঈম একদিন তার গবেষক মামার অফিসে গিয়ে দেখতে পেল যে, অফিসের কর্মকর্তাগণ মূল দরজার নির্ধারিত জায়গায় বৃদ্ধাঙ্গুল রাখতেই দরজা খুলে যাচ্ছে। সে আরো দেখতে পেল যে তার মামা গবেষণা কক্ষের বিশেষ স্থানে কিছুক্ষণ থাকাতেই দরজা খুলে গেল। নাঈম তার মামার কাছ থেকে জানতে পারল যে, তিনি মিষ্টি টমেটো উৎপাদন নিয়ে গবেষণা করছেন। [রা. বোÑ২০১৬]
ক. ই-কমার্স কী? ১
খ. নি¤œতাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর। ২
গ. মিষ্টি টমেটো উৎপাদনে নাঈমের মামার ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে দরজা খোলার প্রযুক্তিদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪


১১. মি: ‘‘ক” একজন ব্যবস্থাপক। তিনি যে অফিসে চাকরি করেন যেখানে কর্মচারীর সংখ্যা কয়েক হাজার। অফিসের কর্মচারীদের হাজিরা নেয়ার জন্য তথ্য প্রযুক্তির সহায়তা নিলেন। তিনি এমন একটি প্রযুক্তির সাহায্য নিলেন, সেখানে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয়। তিনি পর্যায়ক্রমে কর্মচারীদের কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে গাড়ি চালনা প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছেন। [য. বোÑ২০১৬]
ক. ন্যানো টেকনোলজি কাকে বলে? ১
খ. “টেলিমেডিসিন এক ধরনের সেবা” বুঝিয়ে লিখ। ২
গ. উদ্দীপকে কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত মি: “ক” এর প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? তোমার মতামতের সপক্ষে যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪


১২. ডা: ফারিহা শহরের কর্মস্থল অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। [চ. বোÑ২০১৬]
ক. হ্যাকিং কী? ১
খ. “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে” ব্যাখ্যা কর। ২
গ. ডা: ফারিহা কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. ডা: ফারিহার প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি প্রাত্যহিক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা কর। ৪
১৩. ভিনক্লু নামে জাপানের এক প্রযুক্তি কোম্পানী ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে হিকারি। এই গৃহকর্মীকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়। হিকারী তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, গুড মর্নিং বলা, অফিসের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে। রাফি সদ্য পড়াশুনা শেষ করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করেছে। যেহেতু সে বাসায় একা থাকে তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরী হয়। সেজন্য সে একটি হিকারি কেনার সিদ্ধান্ত নিলেন। যেহেতু হিকারীর দাম বেশি তাই বাসা থেকে চুরি না হয় সেজন্য বাসার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের চিন্তা করলেন যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙুলের ছাপ দিয়ে বাসায় প্রবেশ করতে পারবে। যদিও নিরাপত্তার জন্য তার অফিসের টাকার ভোল্টে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয়। [ঢা.বো. ২০১৭]
ক. ক্রায়োসার্জারি কী? ১
খ. আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে রাফির বাসা ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা কৌশলের মধ্যে কোনটি বেশি উপযোগীবিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। ৪

১৪. কৃষি গবেষক ড. ফয়সাল আবিস্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফলনের চেয়ে অধিক ফলন ঘরে তুলল। ড. ফয়সাল একবার ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। ডাঃ জামিল ও তাঁর দল অপারেশনের পূর্বে বিশেষ ধরনের হেলমেট পরে কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। এই ধরনের জটিল ব্রেন টিউমার অপারেশন এ দেশে এর আগে আর হয়নি।
ক. ক্রায়োসার্জারি কী? ১
খ. উদ্দীপকে অধিক ফলনের প্রযুক্তি ব্যাখ্যা কর। ২
গ. ড. ফয়সালের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. ডাঃ জামিলের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
১৫. লিজা এইচ এস সি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গøাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে। [দি. বোÑ২০১৬]
ক. বায়োমেট্রিক্স কী? ১
খ. “ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব” বুঝিয়ে লেখ। ২
গ. লিজার কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা আলোচনা কর। ৩
ঘ. লিজার ভাইয়ের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
১৬. জনাব শিহাব একজন বৈমানিক। তিনি কম্পিউটারের মেলা থেকে ১ টেরাবাইটের একটি হার্ডডিস্ক কিনলেন। এটির আকার বেশ ছোট দেখে তিনি অবাক হলেন। প্রযুক্তির অগ্রযাত্রায় বিভিন্ন ডিভাইসের আকার ছোট হয়ে আসছে। বিমান চালনা প্রশিক্ষণের ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। এখন সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। [য.বো. ২০১৭]
ক. বিশ্বগ্রাম কী? ১
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে ছোট আকারের হার্ডডিস্কের ধারণক্ষমতা বৃদ্ধিতে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার বর্ণনা দাও। ৩
ঘ. বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তিটি নগর পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করা যায়। ব্যাখ্যা কর। ৪
১৭. ইলিয়াস সাহেব নিজের ল্যাপটপ ব্যবহার করেই বহির্বিশ্বের বিভিন্ন অনুষ্ঠান দেখেন এবং আমেরিকা প্রবাসী ছেলের সাথে প্রতিদিন কথা বলেন। ইলিয়াস সাহেবের ছেলে ইমরান ল্যাপটপের মাধ্যমেই বিদেশি লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে এবং ঘরে বসেই একটি বিদেশি ডিগ্রি অর্জন করে।
ক. ইলেকট্রনিক মেইল বা ই-মেইল কী? ১
খ. টেলি-মেডিসিন এক ধরনের সেবা  বুঝিয়ে বল। ২
গ. উদ্দীপকে ইলিয়াস সাহেবের ক্ষেত্রে বিশ্বগ্রামের উপাদানটি ব্যাখ্যা কর। ৩
ঘ. আমাদের দেশের শিক্ষায় ইমরানের কর্মকাÐের প্রভাব বিশ্লেষণ কর। ৪
১৮. সাব্বির সিঙ্গাপুরে বেড়াতে গেলে তার চাচা তাকে নিয়ে সায়েন্স পার্কে যায়। প্রবেশের সময় গেটে আঙ্গুল এবং চোখ ব্যবহৃত হয়। অতঃপর তারা সায়েন্স পার্কের প্লে জোনে গিয়ে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পরে অনেক্ষণ মজা করে ড্রাইভিং করে।
ক. ন্যানোটেকনোলজি কী? ১
খ. তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা কীভাবে উপকৃত হচ্ছে? ২
গ. উদ্দীপকের প্লে জোনে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের গেটে এবং আরেকটি স্থানে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনটি অধিকতর ব্যবহৃত হচ্ছেবিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। ৪
১৯. জনাব সাব্বির এক ব্যবসায়িক সভায় ল্যাপটপ চালু করে নিজের ব্যবসা সংক্রান্ত কিছু ভিডিও দেখালেন। তার একজন ব্যবসায়িক প্রতিদ্ব›দ্বী তার অনুপস্থিতিতে সে ভিডিওগুলো নেয়ার জন্য সাব্বির সাহেবের কম্পিউটার খুললেন কিন্তু তিনি সেখানে কিছুই পেলেন না। কিছুক্ষণ পর সাব্বির সাহেব ফিরে এসে কম্পিউটার খুললে প্রতিদ্ব›দ্বী ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত ঐ ভিডিওগুলো দেখতে চাইলে তিনি তা তাকে আবার দেখালেন। [মা. বো.Ñ২০১৬]
ক. ফ্লাইট সিমুলেশন কি? ১
খ. ৩এ মোবাইলের আবিষ্কার আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা বর্ণনা কর। ২
গ. সাব্বির সাহেব কোথায় তথ্য সংরক্ষণ করেন তার বর্ণনা দাও। ৩
ঘ. ওঈঞ এর ভাষায় উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়িক প্রতিদ্ব›দ্বীর কর্মকাÐ মূল্যায়ন কর। ৪
২০. আলতাফ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে বিশেষ পদ্ধতিতে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। তার বড় ভাই মিজান ব্যবসার পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও অন্যান্য ব্যবসায়িক কর্মকাÐ পরিচালনার জন্য নিজস্ব ওয়েবসাইট ও ই-মেইল একাউন্ট খুলে পণ্য-দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে অল্পসময়ে ব্যবসায় উন্নতি ও খ্যাতি অর্জন করে।
ক. ভিডিও কনফারেন্সিং কী? ১
খ. প্রযুক্তি নির্ভর সমাজের/বিশ্বের সুবিধা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে মিজানের ব্যবসায়িক কর্মকাÐ ব্যাখ্যা কর। ৩
ঘ. “বাংলাদেশের যুব সমাজের বেকারত্ব দূরীকরণে আলতাফ অনুকরণীয় দৃষ্টান্ত”উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
২১. ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাসে অধ্যক্ষ মহোদয় বললেন, “নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। একজনের উপস্থিতি যেন অন্য কেউ দিতে না পারে, তার জন্য বিশেষ যন্ত্র আছে। শুধু তাই নয়, ক্লাসে উপস্থিত না হলে অভিভাবক তা স্বয়ংক্রিয়ভাবে সাথে সাথে জেনে যাবেন।”
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? ১
খ. “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে প্রাক্ ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব” কীভাবে? ২
গ. উদ্দীপকের আলোকে উপস্থিতি নিশ্চিতকরণ পদ্ধতি ব্যাখা কর। ৩
ঘ. “তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাঙ্গনে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব”-উদ্দীপকের আলোকে আলোচনা কর। ৪
২২. দৃশ্যকল্প-১ : আসিফ কুয়াকাটা বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় অবস্থানরত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি আসিফকে দ্রæত হাসপাতালে যেতে পরামর্শ দিলেন। পরে হাসপাতালের চিকিৎসক ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকার হাসপাতালে প্রেরণ করে।
দৃশ্যকল্প-২: কম্পিউটার প্রশিক্ষিত সুমি → ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে চাকরি → স্বাবলম্বী → দেশের উন্নয়ন
ক. ই-মেইল কী? ১
খ. নিরাপত্তায় বায়োমেট্রিক্স প্রযুক্তির অবদান বুঝিয়ে লেখ। ২
গ. দৃশ্যকল্প-১ এ কোন প্রযুক্তির উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রবাহ চিত্রের আলোকে তথ্য প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ কর। ৪
২৩. রাজিব শিক্ষা সফরে ঢাকা এসে বঙ্গবন্ধু নভোথিয়েটার পরিদর্শনে যায়। সেখানে সে কৃত্রিম পরিবেশে সৌর দৃশ্যাবলি অবলোকন করে। রাজিব মহাকাশ ভ্রমণরত একজন নভোচারীর মত রোমাঞ্চকর অনুভূতি অনুভব করল। পরবর্তীতে রাজিব তার বন্ধুদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করে এবং তারা একটি মহাকাশ জ্ঞানচর্চা নামে ক্লাব গড়ে তোলে।
ক. কৃত্রিম বুদ্ধিমত্তা কী? ১
খ. বায়োমেট্রিক্স একটি আচরণীক বৈশিষ্ট্যনির্ভর প্রযুক্তি কেন? ২
গ. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. রাজিবের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির প্রভাব যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
২৪. ড: মাকসুদ দেশের খাদ্য ঘাটতি পূরণ নিমিত্তে দীর্ঘদিন গবেষণা করে বন্যা ও খরা সহনশীল উন্নতজাতের ধান আবিষ্কার করেন। তথ্যের যথাযথ ব্যবস্থা না নেওয়ায় অন্য একজন তার গবেষণালব্দ ফল নিজের নামে পেটেন্ট দাবি করে। [মা.বো. ২০১৭]
ক. ই-মেইল কী? ১
খ. “বিশ্বগ্রামের মেরুদÐই হচ্ছে কানেক্টিভিটি” বিশ্লেষণ কর। ২
গ. খাদ্য ঘাটতি পূরণে মাকসুদ সাহেবের প্রযুক্তি বর্ণনা কর। ৩
ঘ. পেটেন্ট দাবিকারীর কর্মকাÐ মূল্যায়ন কর। ৪
২৫. সাভারের রানা প্লাজা ধ্বসে নিহত বহু পোশাক শ্রমিকের পরিচয় প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় উচ্চ প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ শনাক্ত করা সম্ভব হয়।
ক. ন্যানো টেকনোলজি কী? ১
খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে মানুষকে সহায়তা দিচ্ছে? ২
গ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে শ্রমিকদের লাশ শনাক্তকরণের জন্য গৃহীত পদ্ধতি চিহ্নিত করে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বিশ্লেষণ কর। ৪
২৬. ড. জামিল একজন কৃষি গবেষক। তাঁর আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলে চেয়ে অধিক ফসল ঘরে তুলল। ড. জামিল একদিন তাঁর বন্ধু চিকিৎসকের নিকট গালের আঁচিল অপারেশনের জন্য গেলেন। বন্ধু তাকে স্বল্প সময়ে ২০ঈ তাপমাত্রায় রক্তপাতহীন অপারেশন করলেন। তিনি তৎক্ষণাৎ বাড়ী ফিরে এলেন। [ব.বো. ২০১৭]
ক. রোবোটিক্স কী? ১
খ. ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ২
গ. ড. জামিলের গবেষণায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ব্যাখ্যা কর। ৩
ঘ. ড. জামিলের বন্ধুর চিকিৎসা পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪
২৭. জয়িতা চৌধুরী পরীক্ষা সংক্রান্ত প্রজেক্ট পেপার তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে। সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য হতে সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণুর গঠন দেখা সম্ভব। তবে জয়ন্ত ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইলের সফটকপি সংগ্রহ করে কোনোরূপ কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়াই নিজের নামে প্রকাশ করে। [সি.বো. ২০১৭]
ক. বায়োইনফরমেটিক্স কী? ১
খ. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভবব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটির ব্যাখ্যা কর। ৩
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে জয়িতা চৌধুরী ও জয়ন্তের আচরণ মূল্যায়ন কর। ৪
২৮. আসিফ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পায়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে আমেরিকাতে যাওয়া সম্ভব হয়নি। অতঃপর বাংলাদেশে বসেই অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করল। আসিফ পড়াশুনার ফাঁকে ফাঁকে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করে। ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয়। তার বন্ধু মনির নতুন জাতের টমোটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়। [দি.বো. ২০১৭]
ক. ন্যানো টেকনোলজি কী? ১
খ. নি¤œ তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর। ২
গ. আসিফের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কীভাবে সম্ভব হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে আসিফ ও মনির এর আর্থিক সচ্ছলতার কারণ তুলনামূলক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। ৪
২৯. খুব সম্প্রতি সারাবিশে^র কমপিউটারগুলোতে একটি ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বিশ^ব্যাপী প্রায় ৯৯টি দেশের কমপিউটারে হঠাৎ করে একটি একটি র‌্যানসমওয়্যাার ছড়িয়ে পড়ে যা ঐ সমস্ত দেশের নেটওয়ার্কে সংযুক্ত কমপিউটারগুলোর অধিকাংশ গুরুত্বপূর্ণ ডেটাকে এনক্রিপ্ট করে তা ব্যবহারের অনুপোযোগী করে তোলে। ওয়ানক্রা নামের এই সাইবার বিপর্যয়ের ভার্চুয়াল ম্যাপে বাংলাদেশের অবস্থান দেখা গেলেও অনেকটা অলৌকিকভাবেই বাংলাদেশ বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। বর্তমানে বাংলাদেশ তথ্য প্রযুক্তিকে তার উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিধায় তথ্য প্রযুক্তিতে নিরাপত্তার বিষয়টি আমাদের চলমান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে।
ক. বøগ কী? ১
খ. ‘আইসিটি শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপার্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়’  ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের উল্লিখিত বিশ^ব্যাপী কমপিউটার বিপর্যয়টি কমপিউটার সংক্রান্ত কোন অপরাধের সাথে সম্পৃক্ততা ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশে তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক উন্নয়নের একটি অতি সংক্ষিপ্ত রূপকল্প তোমার নিজের ভাষায় বিবৃত কর। ৪
৩০. নিচের চিত্রকল্প দুটো দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

                          চিত্র ১                                       চিত্র ২
ক.  ফাজি লজিক (ঋুুুঁ খড়মরপ) কি? ১
খ.  ‘ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্র’  ব্যাখ্যা কর।     ২
গ.  চিত্র ১ এ নির্দেশিত প্রযুক্তি নগরায়ণের কাজে কীভাবে সহায়তা করে ব্যাখ্যা কর।  ৩
ঘ.  চিত্র ২ এ নির্দেশিত প্রযুক্তিটি প্রাণী সম্পদ উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে কর। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।   ৪

৩১. সোমা তার বন্ধুকে মোবাইল দিয়ে গুগল ম্যাপ ব্যবহার করে উত্তরায় তার বাড়ির অবস্থান দেখচ্ছিল। সোমা অবাক হয়ে জানতে চাইল এটা কীভাবে করলি? সোমা বললো এটা তো কিছুই না আমি আমার এই মোবাইল দিয়ে চাইলে বাড়িতে বসেই আমার পড়াশোনার বিষয়ে যে কোনো তথ্য জানতে পারি, এমনকি আমার প্রয়োজনীয় পাঠ্য বইও এখানে রেখে দিতে পারি ।
ক. জিপিএস (এচঝ) কি? ১
খ. ‘অ্যাকচুয়েটর হলো রোবোটের পেশী’ব্যাখ্যা কর। ২
গ. বিশ^গ্রামে যোগাযোগকে সহজ করতে জনপ্রিয় গুগল ম্যাপ এর ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. সোমা তার পড়াশোনার জন্য যে মোবাইলের সহায়তা নিচ্ছে তা কতটা ইতিবাচক বা নেতিবাচক এ বিষয়ে যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন কর। ৪
৩২. রনি তার ভাইয়ের বাসায় বেড়াতে এসে দেখল তার বাসায় মানুষের মতো একটি যন্ত্র ভাইয়ার নির্দেশমতো বিভিন্ন রকম কাজ করছে। ভাইয়ার ঘর পরিষ্কার, চা বানানো এমনকি ভাইয়ার থিসিসের কাজগুলোতেও সে ভাইয়ার নির্দেশমতো নির্ভুলভাবে সব রকম সাহায্য করে যাচ্ছে। এর মধ্যে ভাইয়ার মোবাইলে তার ল্যাবের একজন সহকারী ফোন করল। রনি দেখল তিনি ভাইয়ার ফোনে তার ল্যাবের কমপিউটারটির স্ক্রিনের ভিডিও দেখিয়ে সেখানে কি যেন একটা সমস্যার সমাধান ভাইয়ার কাছ থেকে জেনে নিল।
ক. বুলেটিন বোর্ড কী? ১
খ. কীভাবে বিশ^কে নেটওয়ার্কের আওতায় আনা যায় ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে রনির ভাইয়ের সহকর্মীর ব্যবহৃত প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো বর্ণনা কর। ৩
ঘ. রনির ভাইয়ের শারীরিক পরিবর্তন বিবেচনায় নিয়ে উদ্দীপক উল্লিখিত যন্ত্রটি ব্যবহারের নেতিবাচক প্রভাব কীভাবে কাটিয়ে ওঠা যায় সে সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত প্রদান কর। ৪
৩৩. রুমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তির পর জানা যায় তাঁর কানেক্টিভ টিস্যু (যোজক কলা) তে টিউমার রয়েছে যা তৎক্ষণাৎ অপসারণ করা প্রয়োজন। কিন্তু বয়সজনিত জটিলতায় তাঁকে অপারেশন করা সম্ভব নয়। এমতাবস্থায় হাসপাতালের বিশেষজ্ঞ ডা: সুমন সিদ্ধান্ত নেন বিশেষ পদ্ধতিতে কোন কাটাছেঁড়া ছাড়াই তাঁর টিউমারটি অপসারণ করতে হবে। এক্ষেত্রে তিনি অপারেশনের সময় সম্পূর্ণ প্রক্রিয়াটিতে যে কোনো অনাকাক্সিক্ষত জটিলতা এড়াতে তাৎক্ষণিক সহায়তা এবং প্রায়োজনীয় পরামর্শ দিতে তাঁর এককালীন অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী সিঙ্গাপুরে অবস্থানরত টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা: বকুলকে অনুরোধ জানান।
ক. জিআইএস(এওঝ) কি? ১
খ. চিকিৎসা ক্ষেত্রে অও এর প্রয়োগ বুঝিয়ে রেখ। ২
গ. অপারেশন চলাকালীন সময় ডা : সুমনের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকার মাধ্যমে তাঁর সাহায্য গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিটি ব্যাখ্য কর। ৩
ঘ. রুমার মায়ের চিকিৎসায় ডাঃ সুমনের নেয়া সিদ্ধান্তসমূহ কতটুকু বাস্তবসম্মত সে বিষয়ে যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন কর। ৪

Leave a Comment