HSC ICT Chapter 4 জ্ঞানমূলক প্রশ্ন

HSC ICT Chapter 4 জ্ঞানমূলক প্রশ্ন এর প্রশ্নগুলো পরীক্ষায় পাশের জন্য নয় বরং তুমি Outsourcing করবে এই মানসিকতাই পড়।টাকা পয়সা ইনকাম করবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে উঠার পর। ২ টাকা ইনকাম করতে গিয়ে কোটি টাকা নষ্ট করা যাবে না।

৪র্থ অধ্যায়  (ওয়েব ডিজাইন এবং HTML)

প্রিয় ছাত্র ছাত্রী এই অধ্যায়ে মাত্র ৭ টি প্রশ্ন । ৭ টা প্রশ্নের মধ্যে ৭ টা প্রস্নই আসবে।এতা তো মিরাক্কেল ব্যপার!!
১। সঙ্গা
২। Website এর structure বর্ণনা কর।(দুই ধরনের গঠন ১। গঠন উনুসারে ২। ধরন অনুসারে)
৩। ট্যাগ কি ? Text Formating Tag গুলোর নাম লেখ । (৩০ টির মত ট্যাগ এর নাম লেখ।)
৪। টেবিল (দুই ধরনের টেবিল আছে । যথা ১। সরল টেবিল ২। rowspan and colspan)
৫। একটা আর্টিকেল দেয়া থাকবে সেই অনুসারে চিত্র এবং কোড করতে হবে ।(যেমন ঢাকা বোর্ড ২০১৭)
৬। ফেসবুক অথবা গুগোলের মত একটি ফর্ম ডিজাইন কর।
৭। website কিভাবে ওয়েব সার্ভেরে আপলোড করা যায় বর্ণনা কর।

১। সঙ্গা

ওয়েব ডিজাইন কীওয়েব ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েবপেজের বাহ্যিক সৌন্দর্য নির্ধারণ করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েবপেজের লেআউট, কালার, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়।

 ওয়ার ফ্রেম কী?[ ঢা. বোর্ড ২০২৩ ] উঃ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি পেইজের জন্য একটি লে-আউট ডিজাইন করতে হয়। লে-আউট বলতে বোঝানো হচ্ছে পেইজের কোন স্থানে কী দেখানো হবে। এই ডিজাইনটি প্রাথমিকভাবে কাগজে-কলমে করা যেতে পারে। এ জাতীয় কাগজ- কলমে আঁকা ডিজাইনকে বলা হয় ওয়ারফ্রেম।

ওয়েব বা www কী?ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ওয়েব কে www (World Wide Web) ও বলা হয়। তিনটি  প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। যথা-HTML, প্রটোকল ও Web browser।

 ইন্টারনেট কী?ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়।

 ওয়েবপেজ কী? [ য. বো. 2017 ]ওয়েবপেজ হলো HTML দ্বারা তৈরি ডকুমেন্ট যার মাধ্যমে বিভিন্ন ধরণের তথ্য ইন্টারনেটে প্রদর্শন ও কমিউনিকেশন করা যায়। Example:a.html

 ওয়েবসাইট কী? [ রা. বো. 2019 , রা. বো. 2017 , চ. বো. 2017 , ঢা. বো. 2016 ] একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।Example:facebook.com

 হোম পেজ কী? [ কু. বো. 2016 ]কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। Example:index.html

 ওয়েব পোর্টাল কী?[ ঢা. , দি. , য. , সি. বো. 2018 ]ওয়েব পোর্টাল হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট এর সমাহার বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার।Example:Bangladesh.gov.bd

 সার্ভার কম্পিউটার কী?সার্ভার কম্পিউটার এক ধরণের বিশেষ কম্পিউটার যা ওয়েবপেজ বা বিভিন্ন রিসোর্স মেমোরিতে সংরক্ষিত রাখে এবং ক্লায়েন্টের রিকুয়েস্ট অনুযায়ী তা সার্ভ করতে পারে।Example: youtube server

 ক্লায়েন্ট কম্পিউটার কী?যে কম্পিউটার থেকে সার্ভারে সংরক্ষিত ওয়েবপেজ বা বিভিন্ন রিসোর্স একসেস করা হয় সেই কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার বলে।Example: facebook server is a client computer.

 আপলোড কী?ক্লায়েন্ট বা লোকাল কম্পিউটার থেকে কোনো ফাইল ভিন্ন কম্পিউটারে বা সার্ভার কম্পিউটারে প্রেরণকে আপলোড বলে।

 ডাউনলোড কী?প্রয়োজনে অন্যের কম্পিউটার বা সার্ভার কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।

 ব্রাউজার কী[কু. বো. 2023, য. বো. 2019 , দি. বো. 2017 ]যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে ওয়েবপেজ প্রদর্শন ও নেভিগেশন করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। Example:google chorome 

 সার্চ ইঞ্জিন কী? [চ. বো. 2023, কু. বো. 2019 , য. বো. 2016 ]সার্চ ইঞ্জিন হল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে বিভিন্ন ধরণের তথ্য ও ওয়েবসাইট ইন্টারনেটে খুজে পাওয়া যায়। Example: google.com

 স্ট্যাটিক ওয়েবসাইট কী?যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। শুধু html শিখে তুমি যে ওয়েবসাইট তৈরি করবে বলতে পারো সেইটা। যেমনঃ nahid.info

 ডাইনামিক ওয়েবসাইট কী?[সি. বো. 2023, কু. বো. 2023]যে সকল ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হয় তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। ডাটাবেস থাকে। যেমনঃ facebook.com

 কমার্স ওয়েবসাইট কী?যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয়-বিক্রয় এবং মূল্য পরিশোধ করার ব্যবস্থা থাকে তাদেরকে ই-কমার্স ওয়েবসাইট বলা হয়। যেমন- amazon.com, alibaba.com ইত্যাদি।

 ব্লগ ওয়েবসাইট কী?যখন কোন ব্যক্তি কোন নির্দিস্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে, তখন ঐ ওয়েবসাইটকে সাধারণত ব্লগিং সাইট বা ব্লগ ওয়েবসাইট বলা হয়। Example: ictfamily.com

 নিউজ প্রোর্টাল  নিউজ সং ক্রান্ত ওয়েবসিতেকে নিউজ পোর্টাল বলা হয়।যেমন- time.com ইত্যাদি।

 ওয়েব অ্যাড্রেস কী / URL কী? [ চ. বো. 2016 ]URL এর পূর্ণরূপ Uniform Resource Locator। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে ইন্টারনেটে ওয়েবসাইটটি খুজে পাওয়া যায়; তাকে ওয়েব অ্যাড্রেস বা URL বলে। Example : http://www. Ictfamily.com /chapter 4 (explanation : http=hyper text transfer protocol, www= world wide web, ictfamily= Domain Name, .com= Domain Type, chapter= file/folder/page)

 আইপি (IP) অ্যাড্রেস কী? [ম. বোর্ড-2023, ব. বোর্ড-2023, চ. বো. 2019, চ. বো. 2017, ব. বো. 2017, সি. বো. 2017, দি. বো. 2016]  IP Address এর পূর্ণরূপ Internet Protocol Address। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি যন্ত্রের একটি অদ্বিতীয় সংখ্যাসূচক অ্যাড্রেস থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়।Example: facebook.com has address 157.240.20.35. facebook.com has IPv6 address 2a03:2880:f11c:8183:face:b00c::25de. এই হাবি জাবি লেখা দেখে বিরক্ত টাই না? আসো বুঝার চেষ্টা করি। facebook.com is character type। facebook.com পরিবর্তে157.240.20.35 বা 2a03:2880:f11c:8183:face:b00c::25de লেখলে  ফেসবুক এর প্রথম পেজই আসবে।বুঝলা।তাহলে আমরা বুঝলাম আইপি দুই প্রকার।(i) IPV-4 (ii) IPV-6

 ডোমেইন নেম কী? [ সি. বো. 2016 ]ডোমেইন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে। Example: ictfamily.com

 প্রোটোকল কী?প্রোটোকল হল কতগুলো নিয়মের সমষ্টি। যেমন – http একটি প্রোটোকল যা HTML ডকুমেন্ট এক্সেস করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

FTP কী? [ ঢা. বো. 2019 ]FTP (File Transfer Protocol)

 HTTP কী?[ রা. কু . চ . ব. বো. 2018 ]HTTP (Hypertext Transfer Protocol) সার্ভার-ক্লায়েন্ট এর মধ্যে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়।

 HTTPS  কী?Hyper Text Transper protocol

DNS সার্ভার কী?DNS সার্ভার । DNS সার্ভার Convert Domain name to IP Address .এর পূর্নরুপ Domain Name System সার্ভার।

 ওয়েবসাইট কাঠামো কীওয়েবসাইটের কাঠামো বলতে বুঝায় ওয়েবসাইটের পেজগুলো কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। যেমনঃ হোম পেজের সাতে সাব-পেজগুলো আবার সাব-পেজগুলো নিজেদের মধ্যে কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে।

 HTML ট্যাগ কী? [ ব. বো. 2016 , রা. বো. 2016 ]HTML ট্যাগ হলো এক ধরণের কীওয়ার্ড or word or শব্দ যা নির্ধারণ করে ব্রাউজার কীভাবে ওয়েবপেজের কনটেন্ট প্রদর্শন এবং ফরম্যাট করবে।Example: <br>,<hr>

 HTML সিনট্যাক্স কী? [ ঢা. বো. 2017 ]HTML-এ কোড লিখার ক্ষেত্রে কিছু নিয়মনীতি অনুসরণ করে কোড লিখতে হয়, এই নিয়মনীতি গুলোকেই HTML সিনট্যাক্স বলে।

 কন্টেইনার ট্যাগ কী?যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে কনটেইনার ট্যাগ বলে। যেমন: <p>…</p>, <b>…</b> ইত্যাদি।

 এম্পটি ট্যাগ কী?যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না তাদেরকে এম্পটি ট্যাগ বলে। যেমন: <br>, <hr>, <img> ইত্যাদি।

 <hr> কী? [ সি. বো. 2019 ]HTML-এ <hr> এর পূর্ণরুপ Horizontal Rule।  ওয়েবপেজের সেকশনগুলো পৃথক করতে বা থিম্যাটিক পরিবর্তন বুঝাতে <hr> ট্যাগ ব্যবহৃত হয়।

 HTML এলিমেন্ট কী?[দি. বোর্ড-২০২৩] ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বলে। HTML এলিমেন্ট এ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, ট্যাগ দুটির মাঝে কনটেন্ট, এছাড়া অ্যাট্রিবিউটও থাকতে পারে।

 HTML অ্যাট্রিবিউট কী?[চ. বোর্ড 2023 , রা. বোর্ড 2023, য. বোর্ড 2023]HTML অ্যাট্রিবিউট হচ্ছে HTML এলিমেন্ট এর মডিফায়ার যা ওপেনিং ট্যাগে বসে এলিমেন্ট এর বৈশিষ্ট্য বা ফাংশনালিটি নির্ধারণ করে।

 হাইপারলিংক কী? [ রা. বোর্ড 2023, দি. বো. 2019 , ব. বো. 2019 ]হাইপারলিংক এর মাধ্যমে একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজ বা ডকুমেন্ট সংযোগ করা হয়। HTML এ <a> ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হয়।

 ওয়েবসাইট পাবলিশিং কী?[মা. বোর্ড-২০২৩] Just Upload website any server.

 ওয়েবসাইট হোস্টিং কী?[দি. বোর্ড-২০২৩]একটি ডোমেইন এর অধীনে ওয়েবসাইটকে কোন ওয়েব-সার্ভারে আপলোড (হোস্ট) করাকে ওয়েবসাইট হোস্টিং বলা হয়। খাঁটি বাংলাই বলতে গেলে যাইগা (Space)

 SEO কী? SEO এর পূর্ণরূপ Search Engine Optimization। Best marketing strategy in this world.

 ISP কী?যে সকল কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে ISP বলা হয়। ISP এর পূর্ণরূপ Internet Service Provider।

Leave a Comment