Tourism in Bangladesh
Tourism in Bangladesh has immense potential, with its diverse landscapes, rich cultural heritage, and unique attractions. The country is home to some breathtaking locations that remain relatively unexplored by the global tourism industry. As the government and local entrepreneurs continue to invest in this sector, Bangladesh is likely to experience significant growth in tourism, unlocking economic benefits and showcasing its beauty to the world.
2019 সালে ইন্দোনেশিয়া তার পর্যটন খাত থেকে আয় করে ১৭ বিলিয়ন মার্কিন ডলার। আর সেই বছর বাংলাদেশের প্রায় দেড় কোটি প্রবাসীর হাড়ভাঙ্গা পরিশ্রমে আয় হয় 18 বিলিয়ন মার্কিন ডলার। মানে যেই পরিমাণ টাকা আমার দেশের মানুষ বাইরে যেয়ে কষ্ট করে এনেছে, সেই পরিমাণ অর্থ বিভিন্ন দেশের মানুষ ইন্দোনেশিয়াতে গিয়ে খরচ করে এসেছে।
শুধু ইন্দোনেশিয়া না, পাশের দেশ ভারত সহ প্রায় সব সার্ক ভুক্ত দেশ ও প্রতি বছর একটা বড় অংকের টাকা এই পর্যটন খাত থেকে আয় করে, আমরা সেসব চেয়ে চেয়ে দেখি আর নিজের দেশের সৌন্দর্য রেখে ওসব দেশে যাওয়ার প্ল্যান করি।
কিন্তু ভয়ংকর খবর হচ্ছে, আমাদের দেশের যেসব পর্যটন কেন্দ্র আছে সেগুলোও একে একে হুমকির মধ্যে পরছে, কোথাও প্রাকৃতিক সমস্যা আবার কোথাও বা রাজনৈতিক সমস্যা।
সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম পর্যটন এরিয়া বান্দরবানে যাওয়া নিয়ে ধুয়াশা তৈরি হয়েছে। পাহাড়ের সসস্ত্র গোষ্ঠীগুলো অপরূপ সুন্দর বান্দরবানকে এক ভয়ের এলাকায় পরিণত করেছে। নিজের দেশের একটা অংশেও আমরা ঠিকঠাক যেতে পারছি না।
মিয়ানমারের সাথে সম্পর্ক খারাপের জের ধরে ও মিয়ানমারের বিদ্রোহীদের তৎপড়তায় সবচেয়ে ব্যস্ততম পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন আজ আমাদের থেকে অনেক দূরে। নিয়মিত পথে সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে না। যেতে হবে ইনানী থেকে সমুদ্র ঘুরে, যেখানে রয়েছে পদে পদে বাধা ও অধিক অর্থের ব্যাপার স্যাপার। আবার এমনও শোনা যাচ্ছে, সেন্ট মার্টিনে নাকি পর্যটক সীমিত করা হবে।
তাহলে মানুষ যাবে কোথায়?
বাংলাদেশে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে। এখানে দেশের দশটি জনপ্রিয় পর্যটন অঞ্চল ও তাদের বর্ণনা দেওয়া হলো:
- কক্সবাজার – পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
- সেন্ট মার্টিন দ্বীপ – কক্সবাজারের কাছাকাছি অবস্থিত এই প্রবাল দ্বীপটি তার নীল জল এবং সমুদ্রের সৌন্দর্যের জন্য বিখ্যাত।
- সুন্দরবন – বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এটি প্রকৃতি প্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা দেয়।
- বান্দরবান – পার্বত্য জেলা বান্দরবানে নীলগিরি, বগা লেক ও মেঘলা পর্যটন কমপ্লেক্সসহ বিভিন্ন মনোরম স্থান রয়েছে।
- রাঙ্গামাটি – কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ এবং নানান আদিবাসী সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে।
- সিলেট – চা বাগান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং বিছনাকান্দি অঞ্চলের জন্য সিলেট বিখ্যাত।
- পাহাড়পুর – বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের নিদর্শন, যেখানে প্রাচীন সোমপুর মহাবিহার অবস্থিত।
- মহাস্থানগড় – এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর, যেখানে বহু প্রাচীন নিদর্শন রয়েছে।
- বাগেরহাট – ষাট গম্বুজ মসজিদসহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা UNESCO বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
- সাজেক ভ্যালি – খাগড়াছড়ির এই পাহাড়ি এলাকা মেঘের ভেলা আর সবুজে ঘেরা, যা পর্যটকদের মুগ্ধ করে।
এই স্থানগুলো বাংলাদেশের প্রাকৃতিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সৌন্দর্য তুলে ধরে এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় গন্তব্য।
Tourism in Bangladesh One of the most iconic tourist destinations in Bangladesh is the Sundarbans, the world’s largest mangrove forest and a UNESCO World Heritage Site. This vast and dense forest is home to the Bengal tiger, spotted deer, and a wide variety of bird species. It offers visitors a unique experience in biodiversity and eco-tourism, allowing them to explore the beauty of nature in a serene, untouched environment.
In addition to natural wonders, Bangladesh boasts historical sites like the ancient city of Paharpur, which contains the ruins of an 8th-century Buddhist monastery, another UNESCO World Heritage Site. This site is one of South Asia’s most important archaeological locations, drawing history enthusiasts from around the world. Moreover, Cox’s Bazar, the longest sea beach in the world, and the scenic hill tracts in Bandarban and Rangamati offer exceptional destinations for relaxation and adventure.
Tourism in Bangladesh’s rich cultural tapestry, seen in festivals, handicrafts, and traditional cuisine, also adds to its tourism appeal. The hospitality of the Bangladeshi people and affordable travel options make it accessible and attractive to tourists worldwide.
With strategic planning, sustainable infrastructure development, and promotion of Bangladesh as a safe and attractive destination, tourism in Bangladesh has the potential to grow rapidly. By prioritizing these areas, Bangladesh can build a thriving tourism sector, contributing to economic growth, employment, and cultural exchange, while also preserving its natural and historical treasures for generations to come.