HSC ICT Chapter 6 CQ
খ. সৃজনশীল প্রশ্ন
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ঢা. বো. ২০১৬]
টেবিল নং১
জড়ষষ ঘড়. ঘধসব অফফৎবংং
টেবিল নং২
জড়ষষ ঘড়. এৎড়ঁঢ় জবংঁষঃ
ক. ডেটাবেজ কী? ১
খ. “মেমো” ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়? ২
গ. টেবিল নং-২ এর ৩নং ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের টেবিল দু’টির মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা যাচাই কর। ৪
২. একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীদের আইডি, নাম, পিতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, সেকশন ইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে। [কু. বো. ২০১৬]
ক. ডেটাবেজ কী? ১
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লেখ। ২
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের যে কোনো দুইটি রেকর্ড সংযোজন করার জন্য ঝছখ কমান্ড লিখে ব্যাখ্যা কর। ৪
৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [ব. বো. ২০১৬]
টেবিলক
জঙখখ গঅগঊ উঙই
১০১ জঅকওই ০১/১২/৯০
১০২ ঝঅঋঋঅঞ ২৩/০৬/৯৫
১০৩ তঅজওণঅঐ ০৩/০৮/৯৯
টেবিলখ
জঙখখ ঋঊঊঝ জঊগঅজকঝ
১০১ ১২৫০.০০ চঅওউ
১০২ ১০০০.০০ চঅওউ
১০৩ ৭০০.০০ উটঊ
ক. ডেটাবেজ কাকে বলে? ১
খ. ইনডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমোরি প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের “টেবিল-ক” এ উল্লিখিত ১নং ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণ কর। ৪
৪. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
জড়ষষ ঘড় ঘধসব ওঈঞ গধৎশং জড়ষষ ঘড় ঋধঃযবৎ’ং ঘধসব অফফৎবংং উড় ই
১ ঝযধযববফ ৭০ ১ গ রংষধস উযধশধ ১২/১১/৯৯
২ কধনরৎ ৬৫ ২ অনঁষ জধলংযধযর ১২/১২/৯৯
৩ ঞধৎপশ ৭১ ৩ অযসধফ কযঁষহধ ১৩/১২/৯৯
টেবিল-১ টেবিল-২
[য.বো. ২০১৭]
ক. ডেটাবেজ কী? ১
খ. ডেটাবেজ ইনডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়Ñবুঝিয়ে লিখ। ২
গ. টেবিল-২ এর ১ম, ২য় এবং ৪র্থ ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা কর। ৩
ঘ. টেবিল দুইটির মধ্যে রিলেশান তৈরী সম্ভব কিনা Ñ ব্যাখ্যা। ৪
৫. জামান সাহেব বিদেশ গমনের উদ্দেশ্যে ই-টিকেটিং ব্যবস্থার সহায়তা নিলেন। তিনি দেখতে পেলেন ওয়েবসাইটে সিডিউল অনুযায়ী আসনবিন্যাস, খালিসহ সংশ্লিষ্ট বিমানের যাবতীয় তথ্য দেয়া রয়েছে। অনলাইন পেমেন্টের সুবিধা নিয়ে তিনি টিকেট সংগ্রহ করলেন। [মা.বো. ২০১৭]
ক. রেকর্ড কী? ১
খ. “সর্টিং ও ইনডেক্সিং এক নয়” ব্যাখ্যা কর। ২
গ. জামান সাহেব কোন ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্টের সুবিধ গ্রহণ করলেন তা বর্ণনা কর। ৩
ঘ. “এ ব্যবস্থা সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে চালু করা গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।” বক্তব্যটি মূল্যায়ন কর। ৪
৬. একটি কলেজের ফলাফলের ডেটাবেস থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য তিনজন ছাত্রকে নির্দেশ দেয়া হল। ১ম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, ২য় ছাত্র ডেটাবেসের টেবিলের তথ্য সাজিয়ে এবং ৩য় ছাত্র ২য় ছাত্রের চেয়ে দ্রæততর কৌশল প্রয়োগে ত্য খুঁজে বের করে। [রা. বো. ২০১৬]
ক. ডেটা এনক্রিপশন কী? ১
খ. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডেটাবেসের ধরন ব্যাখ্যা কর। ২
গ. তথ্য খোঁজার ক্ষেত্রে ২য় ছাত্রটির কৌশল বর্ণনা কর। ৩
ঘ. ১ম ও ৩য় ছাত্রের কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪
৭. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের জন্য ‘ক’ এলাকার ভোটার লিস্ট হালনাগাদ করার পরিকল্পনা করছে। এজন্য প্রয়োজনীয় তথ্যগুলি সরবরাহ করার জন্য তথ্য সংগ্রহকারীকে একজন ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম, জন্ম তারিখ, জন্মস্থান সংগ্রহ করার জন্য বললেন। উক্ত তথ্যগুলি দিয়ে একটি ডেটাবেস ফাইল তৈরি করা হলো। অন্যদিকে নাম, বয়স ও জন্ম তারিখ ব্যবহার করে জনসংখ্যা পরিসংখ্যান করার জন্য অপর একটি ফাইল তৈরি করা হলো। [য. বো. ২০১৬]
ক. ঝছখ কী? ১
খ. “প্রাইমারী কী ফরেন কী এক নয়” বুঝিয়ে লিখ। ২
গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের জন্য ডেটাবেস ফাইলের ফিল্ডের টাইপের বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত দুটি ফাইলের মধ্যে কীভাবে রিলেশন তৈরি করা যায়? তোমার মতামত বিশ্লেষণ কর। ৪
৮. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [চ. বো. ২০১৬]
ক. রেকর্ড কী? ১
খ. ডেটা সুরক্ষার পদ্ধতি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে ডেটা টাইপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যকার সম্পর্কের কারণ ও সুবিধার স্বপক্ষে তোমার মতামত ব্যক্ত কর। ৪
৯. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। [সি. বো. ২০১৬]
ক. কুয়েরী কী? ১
খ. দুইটি ডাটা টেবিলের প্রাইমারী কী (কবু) ফিল্ড কখন একই হওয়া প্রয়োজনব্যাখ্যা কর। ২
গ. চৎড়ফঁপঃ ঞধনষব এ কোন ফিল্ডটিকে চৎরসধৎু ঋরবষফ বিবেচনা করবে? বর্ণনা কর। ৩
ঘ. বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুইটিতে যে ধরনের সম্পর্কে করা যায়, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন কর। ৪
১০. জেনারেল হাসপাতাল ডেটাবেজে রোগীদের তথ্য সংরক্ষণের জন্য দু’টি ডেটা টেবিল ব্যবহার করে। একটিতে রোগী নাম, মোবাইল নাম্বার জন্ম তারিখ এবং অন্যটিতে মোবাইল নাম্বার, রোগের বর্ণনা, ব্যবস্থাপত্র, ফিস সংরক্ষিত থাকে। [দি. বো. ২০১৬]
ক. কুয়েরি ভাষা কী? ১
খ. ডেটাবেজে ইনডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লেখ। ২
গ. ডেটাবেজের ১ম টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা কর। ৩
ঘ. টেবিল দু’টির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কি না যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
১১. ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র ওয়ার্ডভিত্তিক কম্পিউটার ডেটাবেজ সিস্টেম চালু রয়েছে। যাতে প্রতিদিনের জন্ম, মৃত্যু, বিবাহ নিবন্ধন এর তথ্য সংরক্ষণ করা হয়। হাসিবের জন্ম নিবন্ধনের জন্য তার মা তথ্যসেবা কেন্দ্রে গেলে সেখানে তাকে হাসিবের নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ধর্ম, জাতীয়তা ও অন্যান্য যাবতীয় তথ্য প্রদান করতে হলো। [মা. বো. ২০১৬]
ক. জউইগঝ কি? ১
খ. “চলক ও ধ্রæবক এক নয়” ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড (ঋরবষফ) এর আলোকে কয়েকজনের একটি নমুনা ডাটাবেজ তৈরি কর। ৩
ঘ. ‘উপরোক্ত পদ্ধতি বাস্তবায়ন হলে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে’- মূল্যায়ন কর। ৪
১২. কসমোপলিটন কলেজের শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরি করা হল। উক্ত ডেটাবেসে শিক্ষার্থীদের নাম, ক্রমিক নাম্বার, সেকশন, প্রাপ্ত নাম্বারের ফিল্ডের সমন্বয়ে তৈরি। ফিল্ডগুলোতে শিক্ষার্থীদের তথ্যগুলো অগোছালোভাবে সংরক্ষণ করা আছে। ডেটাবেজটি থেকে কীভাবে দ্রæত ডেটা খুঁজে বের করা যায় সেজন্য একজন কম্পিউটার বিশেষজ্ঞ কিছু পরামর্শ দিয়েছে।
ক. রেকর্ড কী? ১
খ. ঙহব ঃড় ঙহব রিলেশন তৈরি করার শর্তসমূহ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে সংরক্ষিত অগোছালো তথ্য সাজানোর ব্যবস্থা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে প্রাপ্ত সুবিধাগুলো মূল্যায়ন কর। ৪
১৩. সিসটেক পাবলিক কলেজের অধ্যক্ষ পুরো কলেজের একটি ডেটাবেজ তৈরি করার সিদ্ধান্ত নেন। আইসিটির শিক্ষক মুনিরুল হাসানের সাথে এ ব্যাপারে তিনি পরামর্শ করেন।
ক. রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কী? ১
খ. ’রিপোর্ট ডেটাবেজের দর্পণ’ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত কলেজের জন্য একটি ডেটাবেজ তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে সিদ্ধান্ত বাস্তবায়নে আইসিটি শিক্ষকের পরামর্শের পক্ষে তোমার মতামত দাও। ৪
১৪. ডেটাবেজ তৈরির জন্য উইজার্ড ব্যবহার করা যেতে পারে। নতুন ব্যবহারকারীরা উইজার্ড ব্যবহার করে সহজেই ডেটাবেজ তৈরি করতে পারেন। কম্পিউটার ক্লাসে সাত্তার সবসময় একটি পদ্ধতি অবলম্বন করে ডেটা অনুসন্ধানের কাজ করে থাকে। কিন্তু সে পন্থায় ডেটা খুঁজে না পেয়ে শিক্ষকের কাছে জানতে চাইল কীভাবে তথ্যটি বের করা সম্ভব। তখন শিক্ষক তাকে ডেটাবেজকে ইনডেক্সিং করার পর তথ্যটি খোঁজার পরামর্শ দিলেন।
ক. কুয়েরি কী? ১
খ. ইন্ডেক্সিং ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় কেন? ২
গ. উদ্দীপকের নতুন ব্যবহারকারীর ডেটাবেজ তৈরির পদ্ধতি বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে শিক্ষকের বর্ণিত পন্থা সাত্তারকে কীভাবে সাহায্য করবে তার স্বপক্ষে মতামত দাও। ৪
১৫. সরকারি সিদ্ধান্ত মোতাবেক নরসিংদী পৌরসভার জন্ম নিবন্ধনের জন্য প্রতিটি ওয়ার্ডে ঈড়সঢ়ঁঃবৎ ইধংবফ অফিস স্থাপন করা হয়। জন্ম নিবন্ধনের জন্য যে আবশ্যকীয় তথ্যগুলো নিতে হবে তা হলো জন্ম তারিখ, লিংগ, পিতার নাম, মাতার নাম, ধর্ম ও জন্মস্থান।
ক. ফরমেটেড রিপোর্ট কী? ১
খ. ডেটাবেজ রিলেশনে প্রাইমারি কী এর প্রয়োজনীয়তা লেখ। ২
গ. উদ্দীপকের আলোকে ডেটাবেজ তৈরি কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত পদ্ধতি থেকে নরসিংদী পৌরসভা কর্তৃক প্রাপ্ত সুবিধাগুলো আলোচনা কর। ৪
১৬. গোয়েন্দা কর্মকর্তা ওসমান সাহেব একটি রাষ্ট্রীয় গোপন তথ্য তার উর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাতে চান। তিনি মাইক্রোসফ্ট ওয়ার্ডে তথ্যটি তৈরির পর নিরাপত্তার জন্য ফাইলটিকে এমএস ওয়ার্ডের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে এনক্রিপ্ট করে তারপর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিলেন।
ক. ইনডেক্সিং কী? ১
খ. ঝছখ ডেটাবেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা কর। ২
গ. ওসমান সাহেব কীভাবে ফাইলটির গোপনীয়তা রক্ষা করলেন তা উদ্দীপকের আলোকে বর্ণনা কর। ৩
ঘ. ফাইলটি নিরাপদে পাঠানোর জন্য ওসমান সাহেবের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা আলোচনা কর। ৪
১৭. শতদল কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষ সকল স্তরে কম্পিউটার ব্যবহার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি ডেটাবেজ তৈরি করে তাতে নাম, পিতার নাম, ঠিকানা, জন্মতারিখ, রোল নম্বর, সেকশন ইত্যাদি ফিল্ড সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ক. ডেটাবেজ কী? ১
খ. ডেটাবেজ টেবিল ডিজাইনে ফিল্ড টাইপ নির্বাচনের গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে ডেটাবেজ তৈরি করার প্রক্রিয়া বর্ণনা কর। ৩
ঘ. উক্ত ডেটাবেজ থেকে কলেজ যে সব সুবিধা পেতে পারে তা বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। ৪
১৮. মি. ইলিয়াস একটি কোম্পানির জেনারেল ম্যানেজার। তিনি কয়েকজন কর্মকর্তার সাথে আলোচনা করে তাদের বেতন পুনঃনির্ধারণ করার জন্য নির্বাহী পরিচালকের কাছে একটি প্রস্তাব উপস্থাপন করলেন। নির্বাহী পরিচালক বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এবং এমপ্লয়িদের ব্যক্তিগত ও দৈনন্দিন কাজের রিপোর্ট সংক্রান্ত তথ্যগুলো চাইলেন। ইলিয়াস সাহেব অতঃপর কর্মীদের ব্যক্তিগত তথ্য ও ওয়ার্কিং রিপোর্টের ফাইল দুটো ডেটাবেজ প্রোগ্রামের সাহায্যে একটি সম্পর্কযুক্ত ফাইলে পরিণত করে নির্বাহী পরিচালকের নিকট প্রদান করলেন।
ক. ডেটাবেজ ফাইল কী? ১
খ. রিলেশনের জন্য টেবিলের মধ্যে অবশ্যই প্রাইমারি কী থাকতে হয় কেন? ২
গ. এমপ্লয়িদের ব্যক্তিগত তথ্য ও ওয়ার্কিং রিপোর্টের ফাইল দুটোর সম্পর্কের ফিল্ডটি ব্যাখ্যা কর। ৩
ঘ. “সম্পর্কযুক্ত ফাইলটির কারণে নির্বাহী পরিচালক সহজেই যোগ্যতা অনুসারে এমপ্লয়িদের বেতন বৃদ্ধির বিষয়টি মূল্যায়ন করতে পারবেন” বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। ৪
১৯. কলেজিয়েট গালর্স স্কুল ও উইমেন্স কলেজের প্রিন্সিপাল স্যার ছাত্রীদের ডেটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করলেন। ছাত্রীর নাম, রোল নম্বর, পিতার মোবাইল নম্বর, ভর্তির তারিখ ফিল্ডগুলোর সাহায্যে ডেটাবেজ তৈরি সিদ্ধান্ত নিলেন। [ঢা.বো. ২০১৭]
ক. ইন্ডেক্সিং কী? ১
খ. ডেটাবেজে সর্বোময় কর্তার (ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর) ভ‚মিকা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ডগুলো নিয়ে ঝঃঁফবহঃ নামের একটি ডেটাবেজ টেবিল তৈরির পদ্ধতি বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের ফিল্ডগুলো নিয়ে ডেটাবেজ তৈরি করা হলে কলেজ কর্তৃপক্ষ কী কী সুবিধা-অসুবিধা পেতে পারে বলে তুমি মনে কর? বিশ্লেষণ করে তোমার মতামত দাও। ৪
২০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ওউ ঘধসব অফফৎবংং ঝখ উবংরমহধঃরড়হ ঝধষধৎু
১০০১ অহরশধ অুধফ কঁংযরঃধ ১ গধহধমবৎ ৪০,০০০
১০০২ ঝযধভরহ ঐধংধহ উযধশধ ২ ঙভভরপবৎ ২৫,০০০
১০০৩ অফহধহ ঔধধসর জধহমঢ়ঁৎ ৩ অপপড়ঁহঃধহঃ ৫০,০০০
ঞধনষব-১ ঞধনষব-২
উক্ত টেবিলদ্বয় থেকে যাদের বেতন ৪০,০০০ বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবী দেখতে বলা হলো। “খ” নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছিল। ‘গ’ নামক ব্যক্তি বললো, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রæত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নেবে। [রা. বো. ২০১৭]
ক. জউইগঝ কী? ১
খ. ঝছখ কে ডেটাবেজের হাতিয়ার বলা হয় কেন? ২
গ. উক্ত টেবিলদ্বয়ে প্রয়োজনীয় কলাম যুক্ত করে ডেটাবেজ রিলেশন তৈরি কর। ৩
ঘ. “গ” ব্যক্তি যা বললো তার সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর। ৪
২১. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ঝঃঁফবহঃ ওহভড়ৎসধঃরড়হ জবংঁষঃ ঝযববঃ
জড়ষষ ঘধসব জড়ষষ ঘধসব এচঅ
০১ জধহধ উযধশধ ০১ জধহধ ৫.০০
০২ কধসধষ ইড়মধৎ ০২ শধসধষ ৪.৭৫
০৩ জধহধ ইড়মধৎ ০৩ জধহধ ৫.০০
[কু.বো. ২০১৭]
ক. ডেটা এনক্রিপশন কী? ১
খ. অ্যালগরিদম ও ফেøাচার্টের মধ্যে পার্থক্য লিখ। ২
গ. উদ্দীপকে ঝঃঁফবহঃং ওহভড়ৎসধঃরড়হ ঃধনষব এর তথ্য খোঁজার জন্য তুমি কোন ধরনের কী ফিল্ড ব্যবহার করবে এবং কেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ব্যবহৃত টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশীপ সম্ভব ? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর। ৪
২২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জড়ষষ ঘধসব ঈরঃু জড়ষষ ঞড়ঃধষ গধৎশং এৎধফব
১০১ জরভধঃ কযঁষহধ ১০১ ৮০০ অ+
১০২ ঋধযসরফ উযধশধ ১০২ ৬৬০ অ
১০৩ ঋধযরসধ ঐধনরমড়হল ১০৩ ৭৭৫ অ
১০৪ ওংঃরধয় ইধৎরংধষ ১০৪ ৮০০ অ+
টেবিল-১ টেবিল-২
[ব.বো. ২০১৭]
ক. ঝছখ কী? ১
খ. ডেটাবেজ ইনডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে ডেটা টাইপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত টেবিল দুটির মধ্যে সম্পর্কে তৈরির সম্ভাব্যতা ও সুবিধা যাচাই কর। ৪
২৩. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জড়ষষ ঘধসব ঋ.ঘধসব উড়ই জড়ষষ ঘধসব এৎড়ঁঢ় এচঅ
৫০১ জধনর ঘরনরৎ ২৫-০৯-০১ ৫০১ জধনর ইং ৫.০০
৫০২ ঝধহঁ কধনরৎ ০৬-১১-০২ ৫০২ ঝধহঁ ঝপ ৪.৯৫
৫০৩ গরষধ জধননধরহ ০৯-০৯-০১ ৫০৩ গরষধ ঝপ ৪.৬৫
৫০৪ জধনর তধযরফ ১২-১২-৯৯ ৫০৪ জধনর ইং ৫.০০
ঞধনষব-১ ঞধনষব-২
[চ.বো. ২০১৭]
ক. রেকর্ড কী? ১
খ. কেন ডাটা এনক্রিপশন করতে হয়বর্ণনা কর। ২
গ. উদ্দীপকে ঞধনষব-২ তে জড়ষষ ফিল্ডটি না থাকলে কী সমস্যা হতো বিশ্লেষণ কর। ৩
ঘ. উদ্দীপকের ঞধনষব-১ ও ঞধনষব-২ এর মধ্যে রিলেশন তৈরির শর্তগুলো বিশ্লেষণ কর। ৪
২৪. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জড়ষষ ঘধসব উঙই জড়ষষ ঋববং জবসধৎশং
১০০১ ঝধঢ়িহরষ ২১-০৩-১৯৯৮ ১০০১ ১৫৭০.০০ চধরফ
১০০২ ঞঁযরহ ১০-০২-১৯৯৯ ১০০২ ১৩০০.০০ চধরফ
১০০৩ ঞড়হসড়ু ১৯-০৩-২০০০ ১০০৩ ৭৮০.০০ উঁব
টেবিল-অ টেবিল-ই
[সি.বো. ২০১৭]
ক. ঝছখ কী? ১
খ. ইনডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে উল্লিখিত টেবিল-অ এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি সম্ভব? যক্তিসহকারে বিশ্লেষণ কর। ৪
২৫. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জড়ষষ ঘধসব উধঃব ড়ভ ইরৎঃয জবসধৎশং
১০১ জরসধ ২১-১০-২০০০
১০২ ঝরসধ ১১-১২-১৯৯৯
১০৩ অঢ়ঁ ১৩-০৭-১৯৯৮
১০৪ ঔধযরফ ২২-১২-১৯৯৯
[দি.বো. ২০১৭]
ক. রাউটার কী? ১
খ. ক্যারেক্টর বাই ক্যারেক্টর ডেটা ট্রান্সমিট পদ্ধতি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের টেবিল তৈরির পদক্ষেপ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে? উত্তরের স্বপক্ষে তোমার মতামত দাও। ৪
২৬. ডেটাবেস তৈরিতে শিক্ষার্থীদের নাম, রোল, সেকশন, জিপিএ ইত্যাদি আইটেম ব্যবহার করা হয়। অনেকগুলো প্রোগ্রামের সাহায্যে নেয়া হয়। ডেটা আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সুন্দর হয়। [দি.বো. ২০১৭]
ক. ডেটা এনক্রিপশন কী? ১
খ. বড় আর্থিক প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে ইউনিক ডেটা আইটেম ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের প্রোগ্রামগুলোর প্রাথমিক কাজ সম্পর্কে তোমার মতামত দাও। ৪