HSC ICT Suggestion (সম্পূর্ণ সাজেশন with উত্তরপত্র )
HSC ICT Suggestion 2025 সালের জন্য করা হলেও এটি আমি করছি মূলত ২০১৪ সাল থেকে। HSC ICT Suggestionএখান থেকে ৩০ টা প্রস্ন পড়লে ১০০% ৬ টা কমন থাকবে ইনশাআল্লহ। শুধু CQ নয় MCQ ১৫/১৬ থাকবে । ১০ বছরে এই ৩০ টি প্রশ্নের বাহিরে প্রশ্ন হই নাই ।
ICT নিয়ে তোমাদের মাজার মজার ভাবনা এবং আমার দিক নির্দেশনাঃ
Step 1: রেজাল্ট Analysisঃ
*** গত কয়েক বছরের রেজাল্ট Analysis করে দেখা গিয়েছে গ্রুপ সাবজেক্টে এ+ পেলেও সহজ বিষয় বাংলা, ইংলিশ এবং আই সি টি তে এ+ এর সংখ্যা খুব কম।
*** অধিকাংশ Student ফেল করে আই সি টি তে।কেন রে ভাই?? এই সাবজেক্ট কি এতই কঠিন ???
Step 2: ফাজলামিঃ
*** Science Student: এর ভাবনাঃ দূর, কেবল ফাস্ট ইয়ার। বহুত সময় আছে।যুদ্ধের মতো করো শুরু করে phy,che, math । তারা তো জানে,অন্য সাবজেক্ট A+ না পেলেও, ICT তে না পড়ে A+পাওয়া য়ায়।এটা HSC,SSC না Mr.?? সিলেবাস ৫ গুন বড়। Second Year শেষের দিকে , কিরে আই সি টি তে এত coding,circuit ,math why, why, why man ??why this কলাবেরী ?এ+ তো দুরের কথা, পাশ নিয়ে টানাটানি। দোস্ত একটা ভালো suggestion কোথায় পাই, বলতো ? স্যার, ৫ টা প্রশ্ন বলব, ৫ টাই আসবে। মামুর বাড়ীর আবদার??
*** Business Student: Science Student এর মতো একই অবস্থা ? Accounting, Management,F and B নিয়ে মহা ব্যস্ত। দূর তরি, আই সি টি । ও এক রাতের মামলা মামা।
*** Humanities Student: ভাই, এস এস সি তে একটুর জন্য এ+ পাই নাই। ইন্টারে ফাটাই দিবো। আই সি টি আর ইংলিশ নাকী কঠিন।কলেজে উঠার আগেই ইংলিশ এবং আই সি টি শেষ তো করবই। কলেজে উঠার আগেই আই সি টি এবং ইংলিশ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এই দুটি সাবজেক্ট এর সব শেষ করে বাকী দু বছর নাকে তেল দিয়ে ঘুমাবো। আমি মেহেদী হাসান নিশ্চিত ভাবে বলতে পারি সারা দেশের ৯৫% Humanities Student এখনও আই সি টি শেষ হই নাই।অথছ সামনে HSC Exam ?????? আজ এই স্যার, কাল সেই স্যার, না না অনলাইল ই ভালো। আরো কতো কি ডং রে ভাই। সময় এ ভাবেই চলে গেছে ।
Step 3: সমাধানঃ
HSC ICT Suggestion কেন এই সংক্ষিপ্ত সাজেশন পড়বে ?
**(ক) মাত্র ৩০ টি প্রস্ন পড়লে ৬ সেট কমন পাবে **(খ) ১ মাসেই শেষ **(গ) ৩০ CQ টি পড়লে ১৫-১৬ MCQ কমন পাবে। **(ঘ) ৩০ টি প্রশ্নের সমাধানের সুন্দর নোট **(ঙ) Off line and Online Exam (চ) পরীক্ষার খাতার সমাধান ক্লাস।
সুতরাং আর দেরি কেন প্রানের ছাত্র- ছাত্রী ?? যারা First Year আছো তাদের ৩ মাস এবং যারা Second Year তাদের জন্য ১ মাস সম্পন্ন কোর্স শেষ হবে এবং 90% mark আসবেই আসবে ইনশাআল্লাহ।
HSC ICT Suggestion এর কাজ শুরু করি যখন আমি ইসলামি বিশ্ব বিদ্যালয়,কুষ্টিতে শেষ বর্ষের ছাত্র ছিলাম।এর পর শিক্ষকতা করেছি মাইলস্টোন কলেজ সহ বেশ কটি কলেজে।দীর্ঘ ১০ বছরে সাল পরিবর্তন হলেও সাজেশান একটাই। ৩০ টা প্রস্ন থেকে ১০০% ৬ টা কমন থাকবে ইনশাআল্লহ। শুধু CQ নয় MCQ ১৫/১৬ থাকবে ইনশাআল্লহ।
তোমাদের প্রতি একটাই নির্দেশনা শুধু ৩০টা প্রশ্ন নয়, দয়া করে এর ব্যাখাটা পড়ো । সোনার ছেলে মেয়েরা আমার প্রশ্নের ব্যাখাটাই সবচেয়ে গুরুত্ব পূর্ণ। চলো শুরু করি সম্পূর্ণ ফ্রী ফ্রী ফ্রী————————–
১ম অধ্যায় (৪ টি প্রশ্ন)
(১) (Dhaka Board 2019 )মি মোখলেছ হাহেব পেশায় একজন মৎসবিদ। দেশে মাছের ঘাড়টি পুরনের জন্য প্রজুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন।তার অফিস প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে য়ায়।
(ক) Robotics /Global Village কী
(খ) প্রজুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং সম্ভব – কথাটির ব্যাখা করো।
(গ) উদ্দীপকের আলকে মাছ উৎপাদনের প্রজুক্তি বর্ণনা করো।
(ঘ) অফিসে প্রবেশ এবং কক্ষে প্রবেশের জন্য কৌ শোল দুটির মধ্য পার্থক্য লেখ।
(২) Rajshahi Board 2019 ) চিপস সবার খুবই প্রিয়।চিপস প্যাকেটজাত করার সময় একটি বিশেষ প্রজুক্তি ব্যবহার হয়ে থাকে।চিপস কারখানার নিরাপত্তা নিশিচত করণের জন্য প্রবেশের পথে আঙ্গুলের ছাপ দেবার জন্য একটি ডিভাইস স্থাপ্ন করা হয়েছে।
(ক) রোবটিক্স (Robotics) কী ?/ AI কী
(ঘ) চিপস এর ক্ষেত্রে ব্যবহুত প্রজুক্তির সুবিধা অসুবিধা ব্যাখা করো।
(৩) RB+CB+BB 2018) “S” সাহেব একজন বড়ো ব্যবসায়ী। তার অফিসের কর্মচারীদের একটি সুইচে হাতের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হয় এবংকারখানায় প্রবেশ করার জন্য শ্রমিকরা মনিটরের দিকে তাকানোর পর দরজা খুলে যায়।”X” সাহেবের কপালে টিউমার অপারেশন করতে গেলে ডাক্তার সাহেব কোন রক্তপাত ছাড়াই একটি বিশেষ পদ্ধতিতে অত্যান্ত নিম্ন তাপমাত্রায় টিউমার অপারেশন করতে দেন
(ক)রোবটিক্স কি (খ) কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর (গ) উদ্দীপকের আলোকে টিউমার অপারেশনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা কর।
(৪) (গ) আই সি টির নৈতিকতা বর্ণনা কর। (ঘ) কম্পিউটার ক্রাইম সম্পর্কে বর্ণনা কর।
২য় অধ্যায় (৬ টি প্রশ্ন)
(১) (রাজশাহী বোর্ড ২০১৯ )রহিম সাহেব তার ছয় বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনলেন তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডায়ন দেখলেন অন্যদিকে তার বড় ছেলে ল্যাপটপ এর সাথে কেবল এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন রহিম সাহেব তার স্মার্টফোন রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন
(ক) ডেটা ট্রান্সমিশন মোড কি
(খ) স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা কর
(গ) উদ্দীপকের উড়োজাহাজ উডয়নের প্রযুক্তি ব্যাখ্যা কর
(ঘ) রহিম সাহেব ও তার ছেলের ইন্টারনেট ব্যবহারের কৌশলগত পদ্ধতি আলোচনা কর।
(২ ) (ঢাকা বোর্ড ২০১৯ )এক্স কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দেশের বিভিন্ন জেলায় তাদের আরো পাঁচটি শাখা আছে অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখাসুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলেন পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এ যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদানএমন একটি পরিষেবার কথা ভাবছিলেন
(ক) ব্লুটুথ কি ?
(খ) ডাটা ট্রান্সমিশনের সিঙ্কোনাসের সুবিধা জনক ব্যাখ্যা কর ।
(গ) উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখা গুলোকে পরিচালনার জন্য নেটওয়ার্ক স্থাপন করেছিলেনতার বর্ণনা দাও ।
(ঘ) উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিষেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দ…
(৩) দোলনচাঁপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলাপ করছেন দোলন চাপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতেন সেটি আকারে একটু বড় হলেও ওই মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেতদোলনচাঁপা বললো বর্তমানে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কিছু সুবিধা বা পরিষেবা গ্রহণ করতে পারি।
(ঘ) উদ্দীপকে দোলনচাঁপার বাবার মোবাইল ফোনটি কোন প্রজন্মের সেটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করগ
বি দ্রঃ একই ধরনের প্রশ্ন বরিশাল বোর্ড ২০১৯ এ এসেছিল ওইটা ছিল তৃতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য প্রশ্নটি প্রস্নটা এইরকমঃ
মিস্টার দিদারের অফিসের পত্রাদি এটাচমেন্ট হিসেবে ই-মেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয় তার অফিসের সহকর্মীরা ডাবলু সিডিএমএ স্ট্যান্ডার্ড এর মোবাইল এর মাধ্যমে ভিডিও চ্যাট করে থাকেন বরিশাল বোর্ড ২০১৯ গ উদ্দীপকে পত্র পাঠানোর ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর ঘ কে উল্লেখিত মোবাইল প্রজন্মটি বিশ্লেষণ কর।
চতুর্থ প্রজন্মের মোবাইল বৈশিষ্ট্য নিউ প্রশ্ন হয়েছে। এছাড়া জিএসএম(GSM) সিডিএমে(CDMA) এর পার্থক্যটাও গুরুত্বপূর্ণ।
(সিলেট বোর্ড ২০১৯) শান্তা তার মোবাইল ফোনে টেলিটক এর সিম ব্যবহার করে। সেই ফোনটির মাধ্যমে ত্রিমাত্রিক পরিবেশে ডাটা স্থানান্তর করতে পারে।(গ) শান্তার মোবাইল ফোনটির প্রযুক্তি ব্যাখ্যা কর।(ঘ)শান্তার মোবাইল প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য তুলনা করো।
বি দ্রঃ উপরের প্রশ্নটি দেবার কারন হল এটি প্রশ্ন ঘ হবে ৪ প্রজন্মের মোবাইল।
(৪) রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারেন যে, ডাটা কমোনিকেশনে একটা পদ্ধতি ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্স মিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডাটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়। ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে।
গ উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহূত প্রযুক্তি কি ব্যাখ্যা কর।
ঘ উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
(৫) আইসিটি শিক্ষক ক্লাসে বললেন, রেডিও টেলিভিশন টেলিফোন ও মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা। সাধারণত উক্ত যোগাযোগ ব্যবস্থায় তথ্য আদান-প্রদান পদ্ধতিতে মাধ্যম হিসেবে ব্যবহৃত কেবল সমূহ তড়িৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত নয়। বর্তমানে ব্যয়বহুল হলেও তড়িৎ চৌম্বকীয় প্রভাব মুক্ত বিকল্প পদ্ধতি রয়েছে।
(গ) উদ্দীপকে উল্লিখিত ডিভাইস সমূহে যে পদ্ধতিতে ডাটা প্রবাহিত হয় তা ব্যাখ্যা কর।
(ঘ) বিকল্প পদ্ধতিটি কি হতে পারে তার স্বপক্ষে যুক্তি দাও।
(৬) (মাদ্রাসা বোর্ড ২০১৯) সজীব বাসায় ব্রডব্যান্ড কানেকশন নিয়ে কি মনে ভাবল এবার সে ১ এমবিপিএস ডাটা নিয়ে দুর্দান্ত গতিতে ইন্টারনেট ব্যবহার করবে। কিন্তু ব্যবহারের সময় মনে হচ্ছে গতি পাচ্ছে খুবই কম সর্বোচ্চ ১২৮ কেপিবিএস। প্রতিনিয়ত সে ঠকে যাচ্ছে এই ভেবে আইসিটি শিক্ষকের কাছে গেলে তিনি ব্যাপারটি বুঝিয়ে দেন। সজীব শিক্ষকের কাছে জানতে চাইলো তারা ইন্টারনেট কানেকশন একটি অথচ বাসায় একটি ট্যাব স্মার্টফোন ল্যাপটপ আছে প্রত্যেকটি ইন্টারনেট ব্যবহার প্রয়োজন।
গ ইন্টারনেটের গতি সংক্রান্ত সমস্যা নিয়ে আইসিটি শিক্ষক কি ব্যাখ্যা দেন তা ব্যাখ্যা কর
ঘ সজীবের দ্বিতীয় সমস্যা সমাধানে করনীয় সম্পর্কে ব্যাখ্যা সহ মতামত দাও।
উপদেশঃ HSC ICT Suggestion যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তবে রান্না ভাতও তুলে খেতে পারবে না।তাই যদি আরো কম প্রিপারেশিন নিতে চাউ তবে ১ থেকে ৩ পর্যন্ত পড়লেই এ+ আসতে পারে। হাঁ তুমি ঠিকই শুনেচো ১ থেকে ৩।
২য় অধ্যায় এর সমাধান
(১) (মাদ্রাসা বোর্ড ২০১৯) এর সমাধানঃ
(২) (মাদ্রাসা বোর্ড ২০১৯) এর সমাধানঃ
(৬) (মাদ্রাসা বোর্ড ২০১৯) এর সমাধানঃ
গ এর উত্তরঃ ইন্টারনেটের গতি ডেটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা ন্যারো ব্যান্ড ভয়েস ব্র্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড 45 থেকে ৩০০ বিপিএস টেলিগ্রাম টেলিফোন এই ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ড স্পিড ৯.৬ কেপিবিএস ব্যবহার ব্রডব্যান্ড গতি মিনিমাম ওয়ান এম বি পি এস ব্যবহার মূলত মিডিয়ামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। medium দুই প্রকার তার ও তারবিহীন মাধ্যম।
ঘ এর উত্তরঃ সজীবের সকল ডিভাইসে একই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে গৃহীত সম্ভাব্য ব্যবস্থাটি হলো wif। small version of wireless fidelity is called Wi-Fi। why first standard is I Tripoli 802.11it is another version of wireless LAN 802.15= Bluetooth 802.16=WiMAX
৩য় অধ্যায় (৩ টি প্রশ্ন)
(১)(ঢাকা বোর্ড ২০১৯) তাসকিন স্যার শ্রেণিকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে সোহেল বলল( 105) 8 এবং রোহান বলল ( 4F)16। পিছনে বসে থাকা মিতা বলল আমিতো (100111)2 নম্বর পেয়েছি।
গ।মিতার প্রাপ্ত নম্বরটি দশমীকে প্রকাশ করো।
ঘ। সোহেল ও রোহান প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
(২) (সিলেট বোর্ড ২০১৯) সুমি সুমির বাবা এর বয়স যথাক্রমে (10)16, (100)8, (2F)16 বছর।
(ক) বিসিডি কোড কি।
(খ) আই পি অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করো।
(গ) সুমির মায়ের বয়স তার সংখ্যায় রূপান্তর কর।
(ঘ) সুমির বাবার বয়স বয়সের কত গুণ? বিশ্লেষণ কর।
অধ্যায়ঃ ৪ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল
১। ঢাকা বোর্ড ২০১৯
গ। চিত্র ১ এ কোন ধরনের ওয়েব স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ। চিত্র ২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য html কোড লেখো।
২। রাজশাহী বোর্ড ২০১৯
গ। গ্রীষ্ম গল্প এক এর প্রথম লাইন সবচেয়ে বড় দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং এবং প্যারাগ্রাফ সহ অন্যান্য এইচটিএমএল কোড লেখো।
ঘ। দুই এর টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখো যেখানে, book এ ক্লিক করলে book.com ওয়েবসাইট চালু হবে।
৩। ( ঢাকা বোর্ড ২০১৮ ) শুধুমাত্র html ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সাইটটির হোমপেজে ict.jpg নামের 200*200 px আকারের একটি ছবি আছে। ছবিটির নিচে notice.html নামের notice পেজের একটি লিংক আছে। welcome to Chandana model college লেখাটি নীলরঙে প্রদর্শিত হয়। সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের মত কোন ব্যবস্থা নাই।
গ। উদ্দীপকে উল্লিখিত হোমপেজে তৈরীর জন্য html কোড লেখো।
ঘ। ওয়েবসাইটটিতে মতামত গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।
৩টি প্রশ্নের উত্তর সংক্ষেপে ঃ
২। রাজশাহী বোর্ড ২০১৯
(গ) চিত্র ১ এ কোন ধরনের ওয়েব স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) চিত্র ২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য html কোড লেখো।
উত্তরঃ
(গ) চিত্র ১ এ হল ট্রি বা হায়ারির্কিক্যাল ওয়েব স্ট্রাকচার ।
Tree Web Structure:
*সংজ্ঞা: তথ্য একটি হায়ারার্কিকাল গঠনে থাকে, যেখানে মূল পৃষ্ঠার নিচে শাখাগুলি বিস্তৃত।
*নেভিগেশন: ব্যবহারকারী মূল পৃষ্ঠা থেকে বিভিন্ন শাখা ধরে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে পারেন।
*ব্যবহার: ওয়েবসাইটের মেনু বা ক্যাটাগরি-ভিত্তিক ডিজাইনে উপযোগী।
*উপকারিতা: গঠন পরিষ্কার এবং বড় আকারের তথ্য সুশৃঙ্খলভাবে প্রদর্শন করা যায়।
*চ্যালেঞ্জ: গভীর স্তরের শাখাগুলি ব্যবহারে জটিল হতে পারে।
*ওয়েবসাইট কাঠামোগুলোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ ও জনপ্রিয়।
*এই ধরণের কাঠামোতে হোম পেইজে মেনু এবং সাব-মেনু তৈরি করা থাকে।
*এটি কর্পোরেট (Bank, Office)এবং প্রাতিষ্ঠানিক জীবনে (School, College, University) Tree কাঠামো সর্বাধিক উপযুক্ত।
(ঘ) চিত্র ২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য html কোড নিচে দেয়া হলঃ
<html>
<head>
<title>dhaka board 2019 </title>
</head>
<body>
<table border="1" height="300" width="400">
<tr align="center">
<td colspan="2"> ICT </td>
</tr>
<tr align="center">
<td> Subject </td>
<td> <a href="www.board.edu.bd">Board </a> </td>
</tr>
</table>
</body>
</html>
অধ্যায়ঃ ৫ (প্রোগ্রামিং in C )
(১) নিচের উদ্দীপকের লক্ষ্য করো এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর দাউ।
#include<stdio.h>
#include<conio.h>
main(){
int a, s=0,n;
printf(“Enter the value of N=”);
scanf(“%d”,&n);
for(a=1;a<=n;a++)
{s=s+a*a;}
Printf(“sum= %d” , s); }
গ। ধারাটির যোগফল নির্নের জন্য আল গরিথম ও ফ্লো চার্ট অঙ্কন কর।
ঘ। for পরিবর্তে while and do—while লুপ দিয়ে প্রগ্রামটি কর।
(২) (দিনাজপুর বোর্ড 2019) গণিত শিক্ষক ক্লাসে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শেখালেন ।পরবর্তীতে আইসিটি শিক্ষক 3+6+9+———————-+N সৃষ্টির যোগফল প্রোগ্রামিং এর মাধ্যমে শেখালেন। শিক্ষার্থীরা বিষয়গুলো ভালোভাবে বুঝে ক্লাস শেষে বাড়ি চলে গেল।
গ। গণিত শিক্ষকের শিখানো বিষয়টির কোডি অ্যালগরিদম প্রচার নির্ণয় কর।
ঘ। আইসিটি শিক্ষকের শিখানো বিষয়টি সি ভাষায় প্রোগ্রাম লেখো
(৩) (চট্টগ্রাম বোর্ড ২০১৯ ) (90)2 + (70)2 + (80)2—————————+ (20)2
গ। উদ্দীপকের সিরিজটির জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লেখ
ঘ। উদ্দীপকের সিরিজটির জন্য if এবং go to statement ব্যবহার করে C ভাষায় প্রোগ্রাম লেখো ।
৪। Type -1:
এই অধ্যায় এর মাত্র ২টি প্রশ্নঃ
১। সংজ্ঞা
২। প্রোগ্রাম (চার ধরনের প্রোগ্রাম রয়েছে।)
তবে আমি তোমাদের যে বিসশে সাবধান থাকতে বলবো। যে প্রোগ্রামটাই করবে অবশ্যই তার Algorithom and Flowchart করবে।
Type 1 : Simple Program
১. দুটি বা তিনটি সংখ্যার ক্ষেত্রে (যোগ ,বিয়োগ, গুন,ভাগ,গড় %, সব কিছু একসাথে,)
২. C=(F-32)/9 সহ সকল এ ধরণের সমীকরণ।
৩. ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো (ত্রিভুজ (1/2*ভূমী*ঊচ্চতা অথবা Area=s(s-a)(s-b)(s-c))
৪. ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো (চতুর্ভুজ যেমনঃ আয়তক্ষেত্র,বর্গক্ষেত্র, সামান্তরিক,রম্বস নির্ণয় করো) ৫. ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো (বৃত্ত )
Control Statement সম্পর্কে প্রোগ্রাম। দুই ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ Conditional Control and Loop
Type 2 : Conditional Control Statement
Type 3 : Loop Statement (for, while, do---while) যা এই এর ১ থেকে ৩ পর্যন্ত করলেই হবে।
Type 4 : Pointers & Arrays
আর এক ধরনের প্রোগ্রাম বোর্ডে এসেছে। array or pointer ব্যবহার করে নির্ন য় করতে হবে। যেমন বোর্ড ২০১৯
Yes. This suggestion for HSC 2025.
খুব নিকটেই আমরা এটা করবো ইনশাহাআল্লাহ। অনলিনে ব্যাচ এর তারিখ জানানো হবে।
Sir When our suggestion will be complied. Do you offer any online short course ?
খুব নিকটেই আমরা এটা করবো ইনশাহাআল্লাহ। অনলিনে ব্যাচ এর তারিখ জানানো হবে।